ধনতেরসে সুখ, সমৃদ্ধির আশায় অনেকেই সোনা, রূপা কেনেন। নিদেনপক্ষে তামা, পিতল এমনকী স্টিলের বাসন, ঝাঁটা, নুন কেনেন। কিন্তু এই দিন লোহা কেনা নিষেধ। কেন জানেন?
ধনতেরসে লোহা না কিনতে বলার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম হল, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লোহার সঙ্গে শনিদেবের সংযোগ রয়েছে। তাই এ দিন লোহা কিনলে তা পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়।
বাস্তুশাস্ত্র মতে ধনতেরসে লোহা কিনলে পুরনো সমস্যা নতুন করে ফিরে আসতে পারে।
এমনকী নেতিবাচক শক্তি বাড়তে পারে এ দিন লোহা কেনা হলে।
লোহা যেহেতু ভারী ধাতু, তাই মনে করা হয় ধনতেরসে এটি কিনলে বাড়ির সকলের কর্মোদ্যম হ্রাস পায়।
ওই কথায় বলে 'বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর...', তাই প্রচলিত ধারণা অনুযায়ী ধনতেরসের দিন লোহা বা লোহার জিনিস না কেনাই বাঞ্ছনীয়। আপনি আগে বা পরে কিনতে পারেন, নতুবা ধনতেরসের দিন অর্ডার করে পর দিন ডেলিভারি নিতে পারেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।