এক দিকে দেবী দুর্গার আগমন, অন্য দিকে গ্রহের স্থান বদল, চলতি মাসে সব রাশির ভাগ্যেই কিছু না কিছু বদল ঘটবে। কর্মজীবনের ক্ষেত্রেও কিছু কিছু রাশি পাবে সাফল্যের স্বাদ। তবে এমনও কিছু রাশি রয়েছে যাঁদের কর্মক্ষেত্রে একে বারেই ভাল কাটবে না পুজোর মাসটি। বিভিন্ন কারণে সমস্যায় পড়তে পারেন এঁরা।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে পারেন। ছোট ছোট ঝুঁকি রয়েছে সারা মাস জুড়েই। সচেতন থাকুন।
তুলা রাশি
সেপ্টেম্বর মাসে আশানরূপ ফল নাও পেতে পারেন তুলা রাশির জাতক-জাতিকারা। মাসের শুরুর দিকে শুভ ফল লাভ করলেও পরবর্তী ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন তাঁরা।
ধনু রাশি
একই অবস্থা ধনু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও। সুফল প্রাপ্তির যোগ কম রয়েছে এই মাসে।
কুম্ভ রাশি
এই মাসে কুম্ভ রাশির কপালেও সফলতা প্রাপ্তির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।