০৭
১০
মণ্ডপে একটি বেশ বড় আকারের শিবের মূর্তিও থাকছে। সেটিও ব্লেড জোড়া লাগিয়েই তৈরি করা হয়েছে।
০৮
১০
মূর্তির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপ। যার উজ্জ্বলতা যে কোনও মানুষের নজর কাড়বে!
০৯
১০
গত বছরও কালীপুজোর আয়োজনে অভিনবত্ব দেখিয়েছিল এই ক্লাব। তৈরি করেছিল কাচের কালী প্রতিমা।
১০
১০
ক্লাব কর্তৃপক্ষ ও উদ্যোক্তাদের আশা, তাদের এ বারের আয়োজনের সাক্ষী হতে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)