Bama Kali Dance Performed in Siliguri Ahead of Kali Puja 2025 dgtl
Siliguri Bama Kali Dance
শান্তিপুরের ঐতিহ্যের ঝলক শিলিগুড়িতে, ভক্তদের কাঁধে নাচলেন দেবী বামা কালী!
কালীপুজোর আগে এই আয়োজন ঘিরে আমজনতার উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ০৯:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
শান্তিপুরের ঐতিহ্য শিলিগুড়িতে: এ বছর শিলিগুড়ির মানুষ দেখলেন 'বামা কালীর নাচ'! সুভাষপল্লির তরুণ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে।
০২১০
৬২তম বর্ষের আকর্ষণ: তরুণ অ্যাথলেটিক ক্লাবের এটি ৬২তম কালীপুজো। তারা শান্তিপুরের আদলে বামা কালী গড়ে পুজো করছে।
০৩১০
বামা কালীর ঐতিহ্য: ক্লাবের সদস্যরা জানান, বামা কালী শুধু পুজো নয়, এটি একটি ঐতিহ্য। সেই ঐতিহ্য তাঁরা শিলিগুড়িতে তুলে ধরতে চেয়েছেন।
০৪১০
কুমোরটুলি থেকে মণ্ডপে: কালীপুজোর প্রাক্কালে প্রতিমা কুমোরটুলি থেকে আনা হয়। রাতে মশাল শোভাযাত্রার করে প্রতিমা মণ্ডপে পৌঁছয়। সেই শোভাযাত্রাতেই 'বামা কালীর নাচ' দেখা যায়!
০৫১০
প্রায় ২০০ জন উদ্যোক্তার অংশগ্রহণ: প্রায় ২০০ জন উদ্যোক্তা এই মশাল শোভাযাত্রায় অংশ নেন। পুরো শহর পরিক্রমা করে প্রতিমা মণ্ডপে নিয়ে যান তাঁরা।
০৬১০
মূল আকর্ষণ 'বামা কালীর নাচ': শোভাযাত্রা যখন সফদর হাশমি চকে পৌঁছয়, সেখানেই শুরু হয় শান্তিপুরের ধাঁচে 'বামা কালী নাচ'!
০৭১০
ঢাক-ঢোল ও মশালের আলো: ঢাক-ঢোলের তালে নাচ চলতে থাকে। মশালের আলোয় প্রতিমাকে কাঁধে নিয়ে নাচিয়ে তোলেন ভক্তরা!
০৮১০
মুগ্ধ শহরবাসী: এই নাচের দৃশ্য দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। শিলিগুড়িতে এমন বামা কালী নাচ আগে কেউ কখনও দেখেননি।
০৯১০
শিলিগুড়িতে যেন এক টুকরো শান্তিপুর: মশালের আলো আর ঢাকের তালে শিলিগুড়িতে যেন এক টুকরো শান্তিপুর তৈরি হয়েছিল।
১০১০
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল: উদ্যোক্তাদের এই অনন্য আয়োজন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের পাতায়। বহু মানুষ দেখে ফেলেছেন শিলিগুড়িতে বামা কালীর এই নাচ। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।