Advertisement
Metro Guide for Pandal Hopping

দুগ্গা দেখুন মেট্রো চড়ে, রইল পথের হদিস

মেট্রো চেপে ঠাকুর দেখাই সেরা পন্থা। আর বেশির ভাগ মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই খুব কাছেপিঠে একাধিক বড় পুজো

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৫:৩২
Share: Save:
০১ ২০
পুজোর রাস্তায় জটিল যানজটে যখন বাস-ট্রাম, ট্যাক্সি, ওলা-উবের, গাড়ি স্থানুবৎ দাঁড়িয়ে থাকে, সে সময় মেট্রো রেলে মাটির তলা কিংবা মাটির অনেক উপর দিয়ে তরতরিয়ে আপনার গন্তব্যের প্যান্ডেলে পৌঁছে যাওয়ার মজাই আলাদা!

পুজোর রাস্তায় জটিল যানজটে যখন বাস-ট্রাম, ট্যাক্সি, ওলা-উবের, গাড়ি স্থানুবৎ দাঁড়িয়ে থাকে, সে সময় মেট্রো রেলে মাটির তলা কিংবা মাটির অনেক উপর দিয়ে তরতরিয়ে আপনার গন্তব্যের প্যান্ডেলে পৌঁছে যাওয়ার মজাই আলাদা!

০২ ২০
পুজোর মেট্রোও ভিড়ে ভিড়াক্কার। কিন্তু যানজট তো নেই! তাই ভিড়ের চাপে চিঁড়েচ্যাপ্টা হলেও সঙ্গী নিয়ে মেট্রো চেপে ঠাকুর দেখাই সেরা পন্থা।

পুজোর মেট্রোও ভিড়ে ভিড়াক্কার। কিন্তু যানজট তো নেই! তাই ভিড়ের চাপে চিঁড়েচ্যাপ্টা হলেও সঙ্গী নিয়ে মেট্রো চেপে ঠাকুর দেখাই সেরা পন্থা।

০৩ ২০
আর বেশির ভাগ মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই খুব কাছেপিঠে একাধিক বড় পুজো। উত্তর থেকে দক্ষিণে মেট্রো চেপে বড় বড় দুর্গাপুজো দেখার হদিস দিচ্ছে আনন্দবাজার অনলাইন।

আর বেশির ভাগ মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই খুব কাছেপিঠে একাধিক বড় পুজো। উত্তর থেকে দক্ষিণে মেট্রো চেপে বড় বড় দুর্গাপুজো দেখার হদিস দিচ্ছে আনন্দবাজার অনলাইন।

০৪ ২০
নোয়াপাড়া মেট্রো স্টেশন - খানিক এগোলেই নোয়াপাড়া উদয়ন সঙ্ঘ।

নোয়াপাড়া মেট্রো স্টেশন - খানিক এগোলেই নোয়াপাড়া উদয়ন সঙ্ঘ।

০৫ ২০
দমদম মেট্রো স্টেশন - কাছেই সিঁথি সর্বজনীন এবং ১৪-এর পল্লির ঠাকুর দেখুন।

দমদম মেট্রো স্টেশন - কাছেই সিঁথি সর্বজনীন এবং ১৪-এর পল্লির ঠাকুর দেখুন।

০৬ ২০
বেলগাছিয়া মেট্রো স্টেশন - আশপাশে পরপর দেখতে থাকুন, বেলগাছিয়া ওলাইচণ্ডী, টালা পার্ক, নেতাজি স্পোর্টিঁং, লেক টাউন আ্যাসোসিয়েশন, যুবক বৃন্দ, দমদম পার্ক ভারতচক্র, শ্রীভূমি স্পোর্টিঁং-এর পুজো।

বেলগাছিয়া মেট্রো স্টেশন - আশপাশে পরপর দেখতে থাকুন, বেলগাছিয়া ওলাইচণ্ডী, টালা পার্ক, নেতাজি স্পোর্টিঁং, লেক টাউন আ্যাসোসিয়েশন, যুবক বৃন্দ, দমদম পার্ক ভারতচক্র, শ্রীভূমি স্পোর্টিঁং-এর পুজো।

০৭ ২০
শ্যামবাজার মেট্রো স্টেশন - বাইরের রাস্তায় এলেই একে একে বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, আহিরীটোলা সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো।

শ্যামবাজার মেট্রো স্টেশন - বাইরের রাস্তায় এলেই একে একে বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, আহিরীটোলা সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো।

০৮ ২০
 গিরিশ পার্ক স্টেশন - সিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিঘাটা ৫-এর পল্লির পুজো।

গিরিশ পার্ক স্টেশন - সিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিঘাটা ৫-এর পল্লির পুজো।

০৯ ২০
মহাত্মা গাঁধী মেট্রো স্টেশন - মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদা অ্যাথলেটিক্স-এর পুজো।

মহাত্মা গাঁধী মেট্রো স্টেশন - মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদা অ্যাথলেটিক্স-এর পুজো।

১০ ২০
সেন্ট্রাল মেট্রো স্টেশন - সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ারের পুজো।

সেন্ট্রাল মেট্রো স্টেশন - সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ারের পুজো।

১১ ২০
চাঁদনী চক মেট্রো স্টেশন - জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি।

চাঁদনী চক মেট্রো স্টেশন - জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি।

১২ ২০
রবীন্দ্র সদন মেট্রো স্টেশন : গোখলে স্পোর্টিং, চক্রবেড়িয়া সর্বজনীন।

রবীন্দ্র সদন মেট্রো স্টেশন : গোখলে স্পোর্টিং, চক্রবেড়িয়া সর্বজনীন।

১৩ ২০
নেতাজি ভবন মেট্রো স্টেশন - পরপর দেখুন ৬৮ পল্লি, ৭৬ পল্লি, ভবানীপুর ৭৫ পল্লি, ২২ পল্লি, পদ্মপুকুর সমিতি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সঙ্ঘ, ভবানীপুর স্বাধীন সঙ্ঘ।

নেতাজি ভবন মেট্রো স্টেশন - পরপর দেখুন ৬৮ পল্লি, ৭৬ পল্লি, ভবানীপুর ৭৫ পল্লি, ২২ পল্লি, পদ্মপুকুর সমিতি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সঙ্ঘ, ভবানীপুর স্বাধীন সঙ্ঘ।

১৪ ২০
যতীন দাস পার্ক মেট্রো স্টেশন - ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মাতৃমন্দির, বকুলবাগান, যতীন দাস পার্ক।

যতীন দাস পার্ক মেট্রো স্টেশন - ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মাতৃমন্দির, বকুলবাগান, যতীন দাস পার্ক।

১৫ ২০
কালীঘাট মেট্রো স্টেশন - বাইরে এলেই বড় বড় পুজো - ত্রিধারা, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, দেশপ্রিয় পার্ক, সমাজসেবী, ৬৬ পল্লি, হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, বোসপুকুর শীতলা মন্দির।

কালীঘাট মেট্রো স্টেশন - বাইরে এলেই বড় বড় পুজো - ত্রিধারা, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, দেশপ্রিয় পার্ক, সমাজসেবী, ৬৬ পল্লি, হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, বোসপুকুর শীতলা মন্দির।

১৬ ২০
রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন - সুরুচি সঙ্ঘ, শিবমন্দির, মুদিয়ালি।

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন - সুরুচি সঙ্ঘ, শিবমন্দির, মুদিয়ালি।

১৭ ২০
মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন (টালিগঞ্জ) ও নেতাজি মেট্রো স্টেশন (কুদঘাট)- ৪১ পল্লি, অজেয় সংহতি, অশোকনগর, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন পল্লি, শীতলাতলা কিশোর সঙ্ঘ।

মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন (টালিগঞ্জ) ও নেতাজি মেট্রো স্টেশন (কুদঘাট)- ৪১ পল্লি, অজেয় সংহতি, অশোকনগর, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন পল্লি, শীতলাতলা কিশোর সঙ্ঘ।

১৮ ২০
মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন - রিজেন্ট পার্ক, আজাদগড় সর্বজনীন। গীতাঞ্জলি মেট্রো স্টেশন - নাকতলা উদয়ন সঙ্ঘ।

মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন - রিজেন্ট পার্ক, আজাদগড় সর্বজনীন। গীতাঞ্জলি মেট্রো স্টেশন - নাকতলা উদয়ন সঙ্ঘ।

১৯ ২০
কবি নজরুল মেট্রো স্টেশন (গড়িয়া বাজার) - নবদুর্গা, গড়িয়া মিতালি, তরুণ সাথী, শ্যামাপল্লি, নারকেলবাগান সর্বজনীন।  শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন - পাটুলি ক্লাব।

কবি নজরুল মেট্রো স্টেশন (গড়িয়া বাজার) - নবদুর্গা, গড়িয়া মিতালি, তরুণ সাথী, শ্যামাপল্লি, নারকেলবাগান সর্বজনীন। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন - পাটুলি ক্লাব।

২০ ২০
কবি সুভাষ মেট্রো স্টেশন - সন্তোষপুর লেক পল্লি, পল্লিমঙ্গল, সন্তোষ ত্রিকোণ পার্ক। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

কবি সুভাষ মেট্রো স্টেশন - সন্তোষপুর লেক পল্লি, পল্লিমঙ্গল, সন্তোষ ত্রিকোণ পার্ক। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE