পুজো মণ্ডপ এমন ভাবে সাজানো হচ্ছে, যা দেখলে মনে হবে, দর্শনার্থী বুঝি আর বাস্তব জগতে নেই, পৌঁছে গিয়েছেন কমিক্সের দুনিয়ায়!
০৯১০
এই কমিক্স প্ল্যাটারের নায়ক বাঙালি হৃদয়ের অবিসংবাদিত হিরো - ব্যোমকেশ বক্সী।
১০১০
পুজো মণ্ডপের প্রায় ৮০ শতাংশ কাজই করা হচ্ছে লোহা ও কাঠ ব্যবহার করে। সঙ্গে রয়েছে প্লাইউড ও অন্যান্য সামগ্রী। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।