Durga Puja 2025 Pandal theme of South Kolkatas Ajeya Sanghati dgtl
Kolkata Theme Puja
অজেয় সংহতির পুজোয় দেবী যেন নারী শ্রমিকের প্রতিচ্ছবি, জেনে নিন তাদের এই বছরের থিম কী
নারী শক্তির সহিষ্ণুতা, মমতা আর সংগ্রাম—এই বার সেই কাহিনিই বলবে দক্ষিণ কলকাতার অজেয় সংহতির দুর্গোৎসব।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
পুজো আসছে। শুধু ক্যালেন্ডারের পাতায় নয়, শহরের বাতাসেও এখন পুজোর গন্ধ।
০২১০
দক্ষিণ কলকাতার অজেয় সংহতি ক্লাব তাদের ৬৫তম বর্ষের এই পুজোকে সাজিয়ে তুলেছে এক নতুন ভাবনায়, যার নাম ‘সর্বংসহা’।
০৩১০
এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর দর্শন।
০৪১০
যাঁর পরিকল্পনা ও ভাবনায় এই বছর অজেয় সংহতির পুজো সেজে উঠেছে, তিনি শিল্পী অমর সরকার। বহু বছর ধরে যিনি এই পুজোর সঙ্গে যুক্ত।
০৫১০
ক্লাবের সাধারণ সম্পাদক অরিজিৎ নন্দীর কথায়, “সব কিছু সহ্য করার শক্তিই হল সর্বংসহা। সেই শক্তিই নারীদের মধ্যে সব চেয়ে বেশি দেখা যায়।”
০৬১০
নারী শ্রমিক, যারা দিন-রাত নিরলস ভাবে কাজ করে চলেছে, এক দিকে যেমন সংসার সামলাচ্ছে, তেমনই আবার উপার্জনের ভারও কাঁধে তুলে নিয়েছে।
০৭১০
পুরুষদের পাশাপাশি তাঁরাও যেন সমান ভাবে সমাজের প্রতি দায়বদ্ধ, সেটাই এই থিমের মাধ্যমে তুলে ধরা হবে।
০৮১০
কেমন হবে সাজ সজ্জা? মাঝখানে বিশাল দেওয়াল, যেখানে খোদাই করে তৈরি হচ্ছে নানা নকশা।
০৯১০
একই সঙ্গে থাকছে নানা ধরনের চিত্রকলা ও প্লাইউডের কাজ।
১০১০
কাঠের নানা উপকরণ দিয়ে মণ্ডপকে সাজানোর তোড়জোড় চলছে। সঙ্গে আলো আর রঙের খেলা বাড়িয়ে তুলবে উৎসবের মেজাজ। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)