Durga Puja 2025 Pandal Theme of Ultadanga Bidhan Sangha dgtl
Kolkata Puja
বাতিল জিনিসেও কী ভাবে 'সৃষ্টিসুখ' পান একজন শিল্পী? জানতে হলে যেতে হবে উল্টোডাঙা বিধান সংঘের পুজো মণ্ডপে
শিল্পীর অনন্য দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে অনেক কিছুই...!
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
যে জিনিস একজনের কাছে আবর্জনা বা বাতিল, সেটাই অন্যজনের কাছে অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে! তার জন্য যেটা দরকার, তা হল যে কোনও বিষয়কে খতিয়ে দেখার বা অনুভব করার উপযুক্ত ভিন্ন দৃষ্টিভঙ্গি!
০২১০
মূলত, এই ভিন্ন দৃষ্টিভঙ্গিকে আশ্রয় করেই এ বারের দুর্গাপুজোর থিম স্থির করেছেন উল্টোডাঙা বিধান সংঘ দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা।
০৩১০
এই সদস্যদের মধ্যে অন্যতম হলেন - অরূপ দাস। তিনি জানিয়েছেন, তাঁদের এ বারের পুজোর থিম - সৃষ্টিসুখ!
০৪১০
এই থিম ভাবনা নেপথ্যে রয়েছেন শিল্পী পূর্ণেন্দু দে।
০৫১০
উদ্যোক্তাদের ব্যাখ্যা, একজন শিল্পী তাঁর চিন্তা শক্তি বা সৃষ্টিশীলতা ব্যবহার করে যে কোনও সাধারণ জিনিস, এমনকী বাতিল জিনিস দিয়েও শিল্প সৃষ্টি করতে পারেন। তাতেই তিনি সুখী হন। এটাই সৃষ্টিসুখ!
০৬১০
এ বারের পুজোর মণ্ডপসজ্জায় ঠিক এই ভাবনাটাই তুলে ধরতে চেয়েছেন পুজোর উদ্যোক্তারা।
০৭১০
অরূপ আরও জানিয়েছেন, এটা তাঁদের পুজোর ৫৭তম বর্ষ। এ বারের আয়োজনে দর্শনার্থীদের জন্য অনন্য কিছু করতে চেয়েছিলেন তাঁরা।
০৮১০
সেই ভাবনা থেকেই উদ্যোক্তাদের এবং শিল্পী পূর্ণেন্দু দে-র মনে হয়, যে সমস্ত জিনিস ব্যবহারের পর সাধারণত ফেলে দেওয়া হয়, সেই তথাকথিত অতি সাধারণ ও বাতিল জিনিসপত্র দিয়েই তাঁরা পুজোর মণ্ডপ সাজাবেন।
০৯১০
এ বারের পুজো মণ্ডপ সাজাতে ব্যবহার করা হয়েছে - পুরনো টিনের শেড, কাচের ভাঙা বোতল, ভোজ্য তেলের ব্যবহৃত টিন, গুড়ের ব্যবহৃত টিন, ফাটা বল, ছেঁড়া চট, বস্তা, প্লাস্টিকের চেয়ার, টায়ার, বাতিল কাপড়, ফাইবার শিট প্রভৃতি।
১০১০
উদ্যোক্তাদের আশা, তাঁদের এই আয়োজন এ বারের পুজোয় আমজনতার মন জয় করবেই। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)