Durga Puja by Kalpataru Cultural Association in Pune dgtl
Durga Puja Outside Kolkata
শোভাবাজার রাজবাড়ি এ বার সুদূর পুনেতে! নাচে-গানে জমজমাট কল্পতরু কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো
বিদেশের নানা জায়গায় আয়োজিত হয় দুর্গাপুজো। জাঁকজমক কলকাতার মতো না হলেও, আন্তরিকতা, উদ্যাপনে কোনও কমতি থাকে না। আর তেমনই একটি পুজো হল পুনের কল্পতরু কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১১:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
কর্মসূত্রে বা পড়াশোনার জন্য যাঁরা বিদেশ, বিভূঁইয়ে থাকেন তাঁরা প্রতি বছর দুর্গাপুজোর এই সময়টা বাড়ি ফিরতে পারেন না। কিন্তু তাই বলে কি দুর্গাপুজোর আনন্দ মিস্ করা চলে? তাই পশ্চিমবঙ্গের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে, বিদেশের নানা জায়গায় আয়োজিত হয় দুর্গাপুজো। জাঁকজমক কলকাতার মতো না হলেও, আন্তরিকতা, উদ্যাপনে কোনও কমতি থাকে না। আর তেমনই একটি পুজো হল পুনের কল্পতরু কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো।
০২১০
পুনেতে সব মিলিয়ে প্রায় ৬২টি পুজো হয়, তার অন্যতম হল এই কল্পতরু কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো।
০৩১০
বাংলার মাটি পেরিয়ে এখানেও লেগেছে থিমের ছোঁয়া। তাঁদের এ বারের থিম শোভাবাজার রাজবাড়ি।
০৪১০
কল্পতরু কালচারাল অ্যাসোসিয়েশনের এই পুজো অনুষ্ঠিত হচ্ছে পুনের মহম্মদ ওয়াদির বিঘ্নহর্তা প্যালেসে।
০৫১০
এখানে দেবী ডাকের সাজে সুসজ্জিতা।
০৬১০
দেবায়ন চক্রবর্তীর তোলা ছবিতে ধরা পড়েছে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি পুনের এই পুজোতে বেশ জমজমাট করেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কল্পতরু কালচারাল অ্যাসোসিয়েশনের তরফে ‘ছুটির পাঠশালা’ নামক একটি উদ্যোগ নেওয়া হয়েছে।
১০১০
এই উদ্যোগের মাধ্যমে তাঁরা বাংলার বাইরে যে বাঙালি শিশুরা বড় হয়ে উঠছে তাদের বাংলা শেখানো হয়। নিজের শিকড়, সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানো হয়। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।