From Dakat Kali to Chinnomosta Roktochamunda Different Types of Kali Worshipped in Chetla dgtl
Kali Puja in Chetla
ডাকাত কালী থেকে ছিন্নমস্তা, রক্তচামুণ্ডা- চেতলায় এলে দেখা মিলবে কোন কোন কালী রূপের?
কালীঘাটের পার্শ্ববর্তী অঞ্চল চেতলা দারুণ বিখ্যাত তার কালীপুজোর জন্য। জেনে নিন এখানে কোন কোন কালী পূজিত হয়।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২২:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
পাশেই কালীক্ষেত্র, সতীপীঠ। কালীঘাটের পার্শ্ববর্তী অঞ্চল চেতলা দারুণ বিখ্যাত তার কালীপুজোর জন্য। জেনে নিন এখানে কোন কোন কালী পূজিত হয়।
০২২০
চেতলা প্রদীপ সংঘে পঞ্চমুখী কালীর পুজো হয়। এই পাঁচ মুখে রয়েছেন শ্যামা, বগলা, চামুণ্ডা, ধুমাবতী এবং রক্ষাকালী। দেবীর পায়ের নিচে আছেন পঞ্চানন। শিব নয়।
০৩২০
চেতলায় পুজো হয় চামুণ্ডা কালীর। দুর্গাপুর ব্রিজ যেখানে শেষ হচ্ছে চেতলার দিকে ঠিক সেখানেই পুজো হয় দেবীর এই রূপের।
০৪২০
কেবল চামুণ্ডা নয়, এখানে পূজিত হন রক্তচামুণ্ডাও। মিলন সংঘে দেবীর এই রূপ পূজিত হয়।
০৫২০
সিআইটি পার্কে পুজো হয় দক্ষিণ চেতলা সর্বজনীন মহাকালীর। এখানে দেবী মূর্তির দশটা মাথা, দশ হাত এবং পা।
০৬২০
গোপালনগর গোল্ডেন ক্লাবে পূজিত হন এলোকেশী দেবী। এখানে দেবীর সোনার জিভ, রুপোর ছাতা।
০৭২০
চেতলা শেতলা স্মৃতি সংঘে পুজো হয় সিংহের উপর উপবিষ্ট কালীর।
০৮২০
দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের আদলে তৈরি মূর্তির পুজো হয় ইয়ং ইনস্টিটিউটে।