Guide to the must-visit Durga Puja 2025 pandals in North Kolkata dgtl
North Kolkata Durga Puja Pandals
উত্তর কলকাতায় ঠাকুর দেখার প্ল্যান? কোন কোন মণ্ডপ মিস করলে আপনারই লোকসান?
কলকাতার প্রাচীনতম পুজোগুলির বেশির ভাগই রয়েছে উত্তর কলকাতায়। সবগুলিতেই রয়েছে ভরপুর সাবেকিয়ানা এবং আভিজাত্যের ছোঁয়া। এখানকার প্রতিমা এবং মণ্ডপের সজ্জা বরাবরই লোক টানে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
১. কুমোরটুলি পার্ক কুমোরটুলি শুধু প্রতিমা গড়ার জায়গা নয়, এখানকার পুজোও খুব জনপ্রিয়। এই পুজোয় থাকে শিল্পের ছোঁয়া এবং অভিনব থিমের ভাবনা। কুমোরটুলির শিল্পীরা তাঁদের অসাধারণ দক্ষতা দিয়ে এমন কিছু থিম তৈরি করেন, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।
০২১০
২. বাগবাজার সার্বজনীন কলকাতার প্রাচীনতম এবং ঐতিহ্যপূর্ণ পুজোগুলির অন্যতম এটি। গঙ্গার নিকটবর্তী এলাকার এই পুজোয় সাবেকিয়ানা এবং আভিজাত্যের ছোঁয়া পাওয়া যায়। প্রতিমা এবং মণ্ডপের সজ্জা ঐতিহ্যবাহী এবং পুরোদস্তুর ক্লাসিক ঘরানারা। এখানে সন্ধ্যারতির অনুভূতিই যেন অন্য রকম!
০৩১০
৩. আহিরীটোলা সর্বজনীন এই পুজোর মূল আকর্ষণ বিশাল মণ্ডপ এবং আকর্ষণীয় আলোকসজ্জা। প্রত্যেক বছরই এখানে দেখা যায় নতুন নতুন থিমের চমক। উত্তর কলকাতার দ্রষ্টব্য পুজোগুলির ভিড়ে এই মণ্ডপটি সহজেই নজর কাড়ে।
০৪১০
৪. হাতিবাগান সার্বজনীন হাতিবাগানের এই পুজো নানা ধরনের থিম এবং আকর্ষণীয় প্রতিমার জন্য সুবিখ্যাত। এই পুজোর মণ্ডপ এতটাই আকর্ষণীয় হয় যে, তা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করেন। এখানকার পুজোর অন্যতম আকর্ষণ মণ্ডপের ভিতর-বাইরের শৈল্পিক কারুকাজ।
০৫১০
৫. শোভাবাজার রাজবাড়ি কলকাতার অন্যতম বনেদি বাড়ির পুজো এটি। প্রায় ২৫০ বছরেরও বেশি পুরনো এই পুজোয় আজও ঐতিহ্য মেনে প্রতিমা তৈরি ও আরাধনা হয়। রাজবাড়ির ঠাকুরদালানে এই পুজোর সাবেক ও জমকালো মেজাজ প্রতি বছরই যেন সেকালের কলকাতার ইতিহাসকে জীবন্ত করে তোলে।
০৬১০
৬. কাশী বোস লেন কাশী বোস লেনের পুজো ফি বছরই নতুন কিছু চমক নিয়ে আসে। তাদের থিমের ভাবনা এবং মণ্ডপের সাজসজ্জা বরাবরই খুব আকর্ষণীয়। এই পুজোটি সৃজনশীলতার জন্য পরিচিত এবং উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো।
০৭১০
৭. কলেজ স্কোয়ার পুজোর মূল আকর্ষণ হল রাতের আলোয় ঝিলের জলে মণ্ডপ ও প্রতিমার প্রতিফলন। এখানকার আলোকসজ্জা দেখার মতো।
০৮১০
৮. সন্তোষ মিত্র স্কোয়ার (লেবুতলা পার্ক) এই পুজোটি তার অভিনব থিম এবং জাঁকজমকের জন্য পরিচিত। এখানে প্রায়শই এমন কিছু থিম থাকে, যা সারা দেশের মানুষের নজর কাড়ে।
০৯১০
৯. সিমলা ব্যায়াম সমিতি কলকাতার অন্যতম প্রাচীন এই পুজোটির সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। স্বামী বিবেকানন্দের বাড়ির কাছাকাছি হওয়ায় এই পুজোর আলাদা ঐতিহ্য রয়েছে।
১০১০
১০. লালাবাগান নবাঙ্কুর এই পুজোটি তার অভিনব থিম এবং পরিবেশবান্ধব উদ্যোগের জন্য বেশ পরিচিতি লাভ করেছে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।