আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এ বছরের দুর্গা পুজোয় কার্নিভ্যাল। দশমী হয়ে গিয়েছে। একাধিক মণ্ডপ, বনেদি বাড়ির প্রতিমা বিসর্জনও হয়ে গিয়েছে। তবে বিষাদের সুরের মাঝেও গোটা বাংলার নজর যেন এই দিনের উপরেই থাকে।
রেড রোডে আগামী ৫ অক্টোবর এই শোভাযাত্রা বার হবে। সমস্ত পুজো উদ্যোক্তারা তাঁদের ট্যাবলো নিয়ে শোভাযাত্রা করে এগিয়ে চলবেন গঙ্গার ঘাটের দিকে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এ বছর কলকাতার দুর্গাপুজোর কার্নিভ্যাল নিজেই নিজের রেকর্ড ভাঙবে। মোট ১১৩টি পুজো কমিটি এতে অংশ নিচ্ছে। ২০১৬ সালে প্রথম বারের জন্য কার্নিভ্যাল আয়োজিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। সে বছর থেকে ২০২৫ পর্যন্ত ধরলে, সব থেকে বেশি সংখ্যক পুজো কমিটি এ বারই অংশ নেবে কার্নিভ্যালে। ২০২৪ সালে ৮৯টি পুজো, ২০২২-এ এবং ২০২৩ সালে প্রায় ১০০টি পুজো সামিল হয়েছিল এই বর্ণাঢ্য শোভাযাত্রায়।
এই বছর দমদম পার্ক তরুণ সঙ্ঘ, বেলেঘাটা ৩৩ পল্লি, সুরুচি সংঘ, অগ্রণী ক্লাব, চালতাবাগান, টালা প্রত্যয়-সহ মোট ১১৩টি ক্লাব তাঁদের ট্যাবলো নিয়ে শোভাযাত্রায় যোগ দেবেন।
অনুমান করা হচ্ছে, প্রতি বছরের মতো এ বছরও বহু সংখ্যক মানুষ ফোর্ট উইলিয়াম থেকে আকাশবাণী পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে হাজির থাকবেন। অনেকেই মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখে উঠতে পারেন না। তাঁরা কার্নিভ্যালের দিন রেড রোডে হাজির থেকে বা টিভির পর্দায় চোখ রেখেই শহরের সমস্ত নামী মণ্ডপের প্রতিমা এবং থিম দর্শন করে নিতে পারেন।
প্রতি বছরই বিভিন্ন তারকা বিভিন্ন ক্লাবের হয়ে এই শোভাযাত্রায় অংশ নেন। এ বার কাকে কোন ক্লাবের সঙ্গে দেখা যাবে, কী কী পারফরম্যান্স হবে– তা জানতে, দেখতে মুখিয়ে রয়েছেন গোটা রাজ্যের মানুষ।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।