বয়স মাত্র ১৮ হলেও শহর কলকাতার নজরকাড়া বারোয়ারি দুর্গাপুজোগুলির মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে লেক এভিনিউ সেবক সংঘ।
পুজোর উদ্যোক্তাদের তরফে জানা গেল, ১৮তম বর্ষে তাঁদের এই আয়োজনের থিম - 'সাবেকিয়ানা'। অর্থাৎ - এ বার তাঁদের পুজো মণ্ডপে গেলেই মিলবে ষোলোয়ানা বাঙালিয়ানার আবেশ। এ হেন থিম ভাবনার নেপথ্যে যিনি রয়েছেন, তিনি হলেন শিল্পী সরজিত পোদ্দার।
থিম ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এ বছরের প্রতিমা নির্মাণ করা হয়েছে। সেই কাজ নিজের কাঁধে তুলে নিয়েছেন শিল্পী দীপেন মণ্ডল। এ ছাড়াও পুজো মণ্ডপ সাজিয়ে তোলার ক্ষেত্রে আলোকসজ্জার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অভিজিৎ মণ্ডলের নির্দেশনায় মণ্ডপে আলোর কারুকাজ সম্পন্ন করা হয়েছে।
গত ৩ অগস্ট এই বারোয়ারি আয়োজনের খুঁটিপুজো সারা হয়। সেই উপলক্ষে রীতিমতো জাঁকজমকপূর্ণ এক বন্দোবস্ত করা হয়েছিল। হাজির ছিলেন পুজোর উদ্যোক্তা-সহ আমন্ত্রিতরা।
এ বছর এখানে আনুষ্ঠানিকভাবে দশভুজার আরাধনা ও দুর্গোৎসবের সূচনা হবে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। তারপর মনোগ্রাহী এক সাংস্ক্তিক অনুষ্ঠানও পালিত হবে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।