পাড়া প্রতিবেশীদের মধ্যে কানাঘুষো চলতেই থাকে, চেহারায় স্থূলতার ছোঁয়া থাকলে যেন তাঁদের কেতাদুরস্ত সাজপোশাক সব কিছুই বারণ। এই ভাবেই আপনিও কী একটু একটু করে বাদ দিয়েছেন নিজেদের সব সাজের ইচ্ছা? কিংবা মোটা হলে কী ধরনের সাজ ভাল মানায় তা সম্পর্কে তেমন কোনও ধারনা না থাকায় সিফন শাড়ি,কো-অর্ড সেট, স্লিভলেস ব্লাউজ সব বাদ দিয়ে ফেলেছেন?