০৭
১০
মহাকাশে যেমন অসংখ্য নক্ষত্র, গ্রহ, জ্যোতিষ্কের বিচরণ থাকে - একে বারে তারই প্রতিচ্ছবি ধরা পড়বে পুজোমণ্ডপের ভিতর।
০৮
১০
প্রতিমার অধিষ্ঠানের জন্য মূল মঞ্চ নির্মাণ করা হচ্ছে শিবলিঙ্গের অনুকরণে।
০৯
১০
এ বারের এই মণ্ডপসজ্জায় আলোর বিশেষ ভূমিকা থাকছে। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রেমেন্দ্রনাথ চাকি।
১০
১০
মণ্ডপ নির্মাণ করতে ব্যবহার করা হচ্ছে লোহা, বাঁশ, কাপড়, রং-সহ নানা সামগ্রী। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)