থিম পুজোর জমানায় এ বারও রাজ্যের রাজধানী কলকাতাকে সমানে-সমানে টক্কর দিচ্ছে উত্তরের শহর শিলিগুড়ি। এখানকার যে সমস্ত বারোয়ারি পুজোর থিমগুলি নিয়ে এ বছর জোর আলোচনা চলছে, তার মধ্যে অন্যতম হল - আমতলা যুব সংঘের দুর্গাপুজো।
আরও পড়ুন:
এ বার এই ক্লাবের পুজোর থিম - 'আদিযোগী'। অর্থাৎ - স্বয়ং দেবাদেব মহাদেবকেই নানা রূপে এবারের শারদোৎসবের আয়োজনে অর্ঘ্য প্রদান করা হয়েছে এই থিমের মাধ্যমে। পুজোমণ্ডপটি দেখলেই বোঝা যাবে, সমগ্র শিল্পকর্মটিই করা হয়েছে তাঁকে স্মরণে রেখে।
শিবভূমি হিসাবে প্রসিদ্ধ কেদারনাথ এবং কৈলাসের ঝলক পাওয়া যাবে মণ্ডপের সাজসজ্জায়। নজর কাড়বে মণ্ডপে ঘন নীল রঙের ব্যবহার ও মানানসই আলোর কারুকাজ। মণ্ডপের সঙ্গেই সামঞ্জস্য় রেখে দেবী প্রতিমা নির্মাণ করা হয়েছে। এবং সেইসঙ্গে মণ্ডপের সর্বত্র নানা রূপে দেবাদিদেবের অবয়ব, মূর্তি প্রভৃতি উপস্থাপিত করা হয়েছে।
এখানে শিবকে মূলত মহাকাল হিসাবে তুলে ধরা হয়েছে। তাঁর অপার ও অসীম শক্তির সঙ্গেই শান্তির বার্তা দেওয়া হয়েছে। যা আদতে সমাজে ভারসাম্য রক্ষারই সুষ্ঠু প্রয়াস।
এ বারের এই আয়োজনের বাজেট ধরা ছিল প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ টাকা। দর্শনার্থীদের এই ব্যবস্থাপনা খুবই ভালো লেগেছে। ফলত, প্রতি দিনই ঠাকুর দেখতে আসা মানুষের ভিড় উপচে পড়ছে। যা শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলেই আশা করছেন উদ্যোক্তারা।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।