Tradition of 126 year old South Garia Haldar Bari Durga Puja dgtl
Bonedi Barir Pujo
স্বপ্নাদেশে শুরু হয় পুজো! দক্ষিণ গড়িয়ার হালদার বাড়িতে সপ্তমীতে কোন কোন রীতি মানা হয়?
দেবীর স্বপ্নাদেশ পেয়ে শুরু করা হয় এই পুজো।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
০২১০
শত বছর পুরনো এই পুজো দেখতে গেলে গ্রামের পুজোর স্বাদ পাওয়া যাবে, তাও কলকাতা থেকে মাত্র ২০-২২ কিলোমিটার গেলেই!
০৩১০
এই বাড়ির পুজোয় হয়তো সেই অর্থে জাঁকজমক নেই, প্রচার নেই। তবে আছে আন্তরিকতা।
০৪১০
আশুতোষ হালদার শুরু করেন এই পুজো। দেবীর স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন এই পুজো।
০৫১০
বৈষ্ণব মতে এই বাড়িতে পুজো করা হয়।
০৬১০
প্রথম যখন স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু হয়, তখন কুমোরটুলি থেকে প্রতিমা এনে পুজো করা হয়।
০৭১০
পঞ্চমীর দিন হালদার বাড়িতে নাড়ু পাকানোর মাধ্যমে শুরু হয় দুর্গাপুজো। ষষ্ঠীর দিন অন্যান্য সমস্ত জায়গার মতো এখানেও বোধন হয়।
০৮১০
সপ্তমীর সকালে হালদার বাড়িতে কলাবউ স্নান হয়। বিকেলে পতাকা তৈরি হয় এবং দশদিকপালের ঘট বসানো হয়।
০৯১০
দশমীর দিন দেবীকে প্রদক্ষিণ করে বাড়ির সবাই অঞ্জলি দেন।
১০১০
এ দিন দেবীর জন্য ভোগে থাকে পান্তা, কচুশাক এবং চাটনি। পুজোর এক দিন দক্ষিণ ২৪ পরগনার এই বাড়ির পুজো দেখতে আসতেই পারেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।