মহিষাসুরমর্দিনীর কাহিনী
মায়ের এই ব্যতিক্রমী দুর্গারা যেন এক নতুন দিগন্ত। লিখছেন মণিতপা সরকার।

জানা থাক মহিষাসুরমর্দিনীর কাহিনী ছবি মণিতপা সরকার
আনন্দ উৎসব ডেস্ক
কিছু স্মৃতি স্মরণীয় হয়। একবার এক দুর্গামণ্ডপের জনস্রোতে প্রত্যক্ষ করলাম- এক নারীকে। যার জীবনের উদ্দেশ্যই হল- নিজের নারীত্ব প্রতিষ্ঠা করা। আলাপ করলাম পেশায় শিক্ষিকা, পরিচয়ে রূপান্তরকামী- যিনি এই বিশেষণের বিরোধী। তার নাম? উহ্যই থাক, জানা থাক মহিষাসুরমর্দিনীর কাহিনী। মহাষ্টমীর সকালে আবার সেই উজ্জ্বল চোখজোড়া! চারদিকে বড্ড কোলাহল, আওয়াজগুলো 'মেয়েটি'র অঞ্জলির বিরোধিতায়। প্রতিবাদ করা উচিত, কিন্তু কোথাও মনে হল- এই লড়াই তার নিজস্ব। এই 'নারী'র চোখ জলন্ত, রনচন্ডী হয়ে বললেন,-"মায়ের মেয়ে আমি, অঞ্জলি তো দেবই।" স্বচক্ষে দেখলাম-জলজ্যান্ত দুর্গাকে, ধ্বনিত হল-চণ্ডীপাঠ। মা দুর্গা যেন নিজেই মর্ত্যে অন্ধ সমাজের অসুরকে বধ করলেন। মায়ের এই ব্যতিক্রমী দুর্গারা যেন এক নতুন দিগন্ত।
এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ
-
২৫ টি ছবি
জ্যাকলিন, আলিয়া, তারা... সিদ্ধার্থের সঙ্গে নাকি সম্পর্ক ছিল কর্ণ জোহরেরও!
-
আটান্নর মহিলাকে ধর্ষণ করে খুন করল ষোলো বছরের কিশোর! নেপথ্যে দু’বছরের চাপা আক্রোশ
-
পাকিস্তানে আবার বিস্ফোরণ, মাঝ পথে বন্ধ হয়ে গেল ম্যাচ, দায় নিল তেহরিক-ই-তালিবান
-
ছোট ছিলাম, ঐশ্বর্যা সিংহীর মতো আগলে রেখেছে, জীবন বদলে দিয়েছে আমার: অভিষেক