বাড়িতে রয়েছেন বয়স্ক বাবা–মা বা কোনও স্বজন। যারা কাজের সূত্রে বাড়ি থেকে দূরে থাকেন, বিশেষ করে এই করোনা আবহে, তাঁদের মন পড়ে থাকে বাড়িতে। প্রতিনিয়ত চিন্তা হয় একাকী থাকা মানুষের জন্য। আবার এই কয়েক মাসের লকডাউনের একঘেয়েমি কাটাতে পুজোয় বা তার পরে কাছাকাছি একটু ঘুরে আসার ভাবনাচিন্তা করছেন অনেকেই। সেখানেও চিন্তা থাকবে বাড়িতে থাকা মানুষগুলোর জন্য।
সেই চিন্তা এখন অনেকটাই মিটতে পারে, যদি আমরা বাড়িতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ব্যবস্থা করতে পারি। এখন এই ধরনের ক্যামেরার সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে সব সময় যোগাযোগ রাখা যায় দূরে থেকেও। অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারা যায় সহজেই। এখন আবার এই ধরনের বেশ কিছু ক্যামেরায় মাইক্রোফোন লাগানো থাকছে, ফলে শব্দ শোনার সুবিধাও পাওয়া যায়। রেকর্ডিংও হয় সব সময়। তবে মনে রাখতে হবে, বাড়িতে একটি ইন্টারনেট ও ওয়াইফাই ব্যবস্থা থাকতেই হবে। এই ব্যবস্থা নিলে যে কোন সঙ্কটজনক মুহূর্তে আপনি দূরে থেকেও আপনার স্বজনদের পাশে দাঁড়াতে পারবেন। জরুরি প্রয়োজনে চিকিৎসক থেকে অন্য সব কিছুর ব্যবস্থাও করতে পারবেন। এরই পাশাপাশি বাড়িতে কোনও অবাঞ্ছিত মানুষজনের আনাগোনা বা তাদের আচরণ দেখে পুলিশের সাহায্যও চাইতে পারবেন তাঁদের জন্য।
আরও পড়ুন: ছেলেমেয়ের ঘরে বসে ক্লাস? অ্যান্ড্রয়েড মোবাইল কিনলে কী কী দেখবেন