হোয়াটসঅ্যাপে ফোটো, ভিডিয়ো কিংবা ধ্বনি-বার্তার সঙ্গে এক ক্লিকেই টাকা পাঠাতে চান? পেটিএম, গুগল পে কিংবা ফোন পে নয়, আপনার ফোনের হোয়াটসঅ্যাপেই এই টাকা পাঠানোর সুবিধা রয়েছে। কাউকে টাকা পাঠাতে কিংবা কেনাকাটা করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। যাওয়ার প্রয়োজন নেই ব্যাঙ্কে। ঘুরতে হবে না মানি ব্যাগ নিয়েও।
টাকা লেনদেনের পরিষেবাটি তৈরি করা হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অংশীদারিত্বে। আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, জিয়ো পেমেন্টের মতো ১৬০টি প্রথম শ্রেণির ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিত্বেচলছে হোয়াটসঅ্যাপের এই পরিষেবা। ভারতের যে কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট ও ডেবিট কার্ড থাকলেই এই সুবিধা আপনি পাবেন। কেবলমাত্র হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে টাকা লেনদেন করাই নয়, সমস্ত ইউনিফায়েড পেমেন্ট যুক্ত অ্যাপেও টাকা লেনদেন করা যাবে।
কী ভাবে এই সুবিধা পেতে পারেন?