সময়ের সঙ্গে তাল মিলিয়েই উপহারের তালিকায় জায়গা করে নিয়েছে প্রযুক্তি।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
সামনেই ভাইফোঁটা। বাঙালির অতি প্রিয় এই রীতি বা উৎসব পালনের অন্যতম অঙ্গ হল - ভাই বা দাদা, কিংবা বোন বা দিদির মধ্যে উপহার দেওয়া-নেওয়া। আজকালকার দিনে এই তালিকায় এমন কিছু গ্যাজেট রাখা যায়, যেগুলি রোজের কাজে লাগবে। তেমনই কিছু উদাহরণ এখানে তুলে ধরা হল।
০২১০
ট্রু ওয়্যারলেস ইয়ারবাড: স্মার্টফোনে গান শোনা বা কথা বলার জন্য এটি খুবই প্রয়োজনীয়। তার ছাড়াই চলে, তাই এটি বহন করা খুব সহজ। জিম করা বা হাঁটার সময় ব্যবহারের জন্য সেরা। বিভিন্ন বাজেটে ভালো ইয়ারবাড এখন পাওয়া যায়।
০৩১০
ওভার-দ্য-ইয়ার হেডফোন: উচ্চমানের গান বা ভিডিও এডিটিং-এর জন্য এটি ভালো। এটি বাইরের শব্দকে কমিয়ে দেয়। লম্বা সময় ধরে ব্যবহার করলে কানে আরাম পাওয়া যায়। যাঁরা ভ্রমণ করেন, তাঁদের জন্য এটি দারুণ উপহার।
০৪১০
স্মার্টওয়াচ: এটি সময় দেখায় ও স্বাস্থ্য সংক্রান্ত নানা তথ্য ট্র্যাক করে। হার্ট রেট, ঘুম এবং পদক্ষেপ গোনার মতো সুবিধা আছে। ফোন না ধরেও নোটিফিকেশন দেখা যায়। এটি ভাই-বোনের ফিটনেস সচেতনতার প্রতীক হতেই পারে।
০৫১০
রিং লাইট: যাঁরা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিয়ো বানান, তাঁদের জন্য সেরা। এটি মুখমণ্ডলে সমানভাবে উজ্জ্বল আলো দেয়। ছবি বা ভিডিয়োর মান অনেক উন্নত করে। এটিকে ডেস্ক বা ট্রাইপডের সঙ্গে ব্যবহার করা যায়।
০৬১০
অটো ফেস ট্র্যাকিং ট্রাইপড: ভিডিয়ো কল বা লাইভ স্ট্রিমিং-এর জন্য এটি খুব কাজের। এটি স্বয়ংক্রিয়ভাবে মুখ বা ব্যক্তিকে অনুসরণ করে ক্যামেরা ঘোরায়। ভিডিয়ো করার সময় হাত দিয়ে ফোন ধরতে হয় না। বিশেষ করে ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি দারুণ।
০৭১০
অ্যাডজাস্টেবল সেলফি স্টিক: দলবদ্ধ ছবি তোলা বা ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলার জন্য এটি দরকারি। এটি পোর্টেবল এবং পকেটে রাখা যায়। বর্তমানে ব্লুটুথ শাটার-সহ উন্নত সেলফি স্টিক পাওয়া যায়। ভ্রমণ করতে ভালোবাসেন, এমন ভাই বা বোনকে দেওয়া যায়।
০৮১০
পোর্টেবল গারমেন্ট স্টিমার : এটি পোশাকের কুঁচকানো ভাব দ্রুত দূর করে। ইস্ত্রি করার থেকে এটি অনেক সহজ এবং দ্রুত কাজ করে। ভ্রমণ বা অফিসের জন্য এটি খুবই কাজের গ্যাজেট। এটি ভাই বা বোন, উভয়ের জন্যই প্রয়োজনীয় হতে পারে।
০৯১০
পোর্টেবল ব্লুটুথ স্পিকার: ঘরে বসে বা ছোট পার্টিতে গান শোনার জন্য এটি আদর্শ। এর মাধ্যমে মোবাইলের আওয়াজ অনেক জোরে শোনা যায়। এটি জল প্রতিরোধী হলে বাইরেও ব্যবহার করা যায়। এর দারুণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
১০১০
এই গ্যাজেটগুলি ভাই বা বোনের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। তাঁদের পেশা বা শখের সঙ্গে সামঞ্জস্য রেখে উপহার নির্বাচন করুন। প্রযুক্তি-নির্ভর উপহার সব সময় আধুনিক ও পছন্দের হয়। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)