Advertisement
Samsung

Durga Puja 2021: উৎসবের মরসুমে দাম কমল স্যামসাং মোবাইলের

মোটামুটি আড়াই হাজার টাকা দাম কমছে সংস্থার কিছু মোবাইলের৷

স্যামসাং গ্যালাক্সি এ-২১।

স্যামসাং গ্যালাক্সি এ-২১।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৬:৩৭
Share: Save:

প্রতিযোগিতার বাজার ধরে রাখতে দাম কমানোর পথে হাঁটল স্যামসাং৷ গ্যালাক্সি এ২১-সিরিজ়ের ফোনের দাম বেশ কিছুটা করা কমানোর সিদ্ধান্ত নিল সংস্থাটি৷ সম্প্রতি প্রকাশিত একট রিপোর্ট থেকে জানা গিয়েছে, মোটামুটি আড়াই হাজার টাকা দাম কমছে সংস্থার কিছু মোবাইলের৷

স্যামসাং গ্যালাক্সি এ-২১-র মূলত তিনটি রূপভেদ রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ-২১-এসচার জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ছয় জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ ও ছয় জিবি র‌্যাম, ১২৮জিবি স্টোরেজ, এই তিনটি রূপভেদে পাওয়া যায়। এর মধ্যে ছয় জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজের সেটটি ১৩ হাজার ৯৯৯ টাকায় বিক্রি শুরু হয়েছিল।

ফোনটিতে তিনটি রঙে পাওয়া যায়—কালো, সাদা ও নীল।

স্যামসাং গ্যালাক্সি এ-২১-এ রয়েছে সাড়ে ছ’ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, এক্সিনোস৮৫০ প্রসেসর। এছাড়াও রয়েছে কম করে ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানোও যায়।

ফোনটির প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও ১৫ ডব্লু ফাস্ট চার্জার সাপোর্টের সঙ্গে রয়েছে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Samsung Tech Durga Puja 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE