
জয়সলমেরের দুর্গ অর্থাৎ সত্যজিৎ রায় রচিত ও পরিচালিত ফেলুদার রহস্য সিনেমা 'সোনার কেল্লা'র থেকে মাত্র কিলোমিটার বিশেক দুরত্বে যে এমন সত্যিকারের রহস্যময় গ্রাম আছে জানতেন কি?
জয়সলমেরের দুর্গ অর্থাৎ সত্যজিৎ রায় রচিত ও পরিচালিত ফেলুদার রহস্য সিনেমা 'সোনার কেল্লা'র থেকে মাত্র কিলোমিটার বিশেক দুরত্বে যে এমন সত্যিকারের রহস্যময় গ্রাম আছে জানতেন কি?
১৩ শতকের কাছাকাছি প্রতিষ্ঠিত কুলধারা গ্রাম এক সময় পালিওয়াল ব্রাহ্মণদের দ্বারা অধ্যুষিত এক সমৃদ্ধ গ্রাম ছিল। কথিত, ১৯ শতকের গোড়ার দিকে, মোটামুটি ১৮১৫ সালে, জনশূন্য হয়ে যায় এই কুলধারা। অথচ থরের বুকে এক সময় বর্ধিষ্ণু গ্রাম ছিল কুলধারা। যে জায়গায় গত বহু বছর ধরে স্থানীয় মানুষদের দাবি অনুযায়ী, রাত হলেই অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy