বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য ডুয়ার্স। চা বাগান, ঘন জঙ্গল আর পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা নদীর টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন এই অঞ্চলে। কিন্তু আপনি যদি পুজোর সময়ে ভিড় এড়িয়ে একটু নিরিবিলি এবং অন্য রকম কিছু অভিজ্ঞতা পেতে চান, তা হলে আপনার জন্য রইল ডুয়ার্সের কিছু অফবিট গন্তব্যের সন্ধান।
১. ছাতোয়া জঙ্গল এবং বাঘমারি ফরেস্ট
ডুয়ার্সের চিরাচরিত দর্শনীয় স্থানের বাইরে গিয়ে যাঁরা নতুন কিছু দেখতে চান, তাঁদের জন্য ছাতোয়া এবং বাঘমারি ফরেস্ট দারুণ জায়গা হতে পারে। এই জঙ্গলগুলি ভিড় থেকে অনেক দূরে, তাই এখানে আপনি প্রকৃতির আদি রূপ উপভোগ করতে পারবেন। ছাতোয়া জঙ্গল হাতির পালের জন্য পরিচিত। এখানে ভোর বা সন্ধ্যায় গেলে হাতির পাল দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে। অন্য দিকে, বাঘমারি ফরেস্ট তার শান্ত পরিবেশ এবং পাখির ডাকের জন্য জনপ্রিয়।
আরও পড়ুন:
২. জলঢাকা, বিন্দু এবং ঝালং
ডুয়ার্সের এই তিনটি জায়গা একসঙ্গে ঘুরে দেখতে পারেন। এই স্থানগুলি জলপাইগুড়ি জেলার অন্তর্গত এবং ভুটান সীমান্তের খুব কাছে অবস্থিত।
বিন্দু: এখানকার প্রধান আকর্ষণ জলঢাকা নদীর উপর একটি বিশাল বাঁধ। বাঁধের উপর থেকে ভুটান এবং পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলের মনোরম দৃশ্য দেখা যায়।
ঝালং: পাখি দেখার জন্য এটি একটি জনপ্রিয় স্থান। এখানে শীতের সময় বিভিন্ন ধরনের পরিযায়ী পাখির দেখা মেলে। ঝালং নদীর উপর একটি ঝুলন্ত সেতুও রয়েছে, যা খুব আকর্ষণীয়।
জলঢাকা: জলঢাকা নদী তার নামানুসারে একটি শান্ত পাহাড়ি গ্রাম। এখানকার পরিবেশ খুবই মনোরম এবং যারা শান্তিতে থাকতে পছন্দ করেন তাদের জন্য এটি উপযুক্ত।
৩. রকি আইল্যান্ড
ডুয়ার্সের অফবিট গন্তব্যগুলির মধ্যে রকি আইল্যান্ড এক নতুন সংযোজন। এটি মূর্তি নদীর পাশে অবস্থিত একটি ছোট পাথরের দ্বীপ। নদীর পাশে ছোট ছোট পাথর এবং সবুজে ঘেরা পাহাড় আপনার মন জয় করে নেবে। এখানে কোনও ভিড় থাকে না এবং পর্যটকদের জন্য তাঁবুতে থাকার ব্যবস্থা আছে। রাতে ক্যাম্প ফায়ার এবং তাঁবুতে থাকার অভিজ্ঞতা একেবারে অন্য রকম।
আরও পড়ুন:
৪. নেওড়া উপত্যকা ফরেস্ট
নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক ডুয়ার্সের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। এটি তার জীববৈচিত্র্য এবং ঘন জঙ্গলের জন্য পরিচিত। যাঁরা প্রকৃতিকে কাছ থেকে দেখতে চান, তাঁদের জন্য এই জায়গাটি অসাধারণ। তবে, নেওড়া উপত্যকাতে ঘোরার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি নিতে হয়। যাঁরা ট্রেকিং ভালবাসেন, তাঁরা এই জঙ্গলে ট্রেকিং করতে পারেন।
এই বার পুজোয় চিরাচরিত ডুয়ার্সের বাইরে গিয়ে এই অফবিট জায়গাগুলি ঘুরে দেখুন। এখানে আপনি ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি থাকার এবং সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা লাভ করার সুযোগ পাবেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।