এই বছরের মতো উৎসবের মরসুম শেষ। ভাইফোঁটাও ২৩ অক্টোবর হয়ে গেল। বাঙালি এখন আবারও এক বছরের অপেক্ষায় থাকবে। দিন গোনা শুরু করে দেবে। তবে কেবল আগামী বছর কেন? উৎসব প্রিয় বাঙালির জন্য রইল আগামী ৫ বছরের দুর্গাপুজো এবং কালীপুজোর নির্ঘণ্ট। জেনে নিন ২০৩০ পর্যন্ত কোন বছর কবে দুর্গাপুজো বা কালীপুজো পড়েছে।
২০২৬:
২০২৬ সালে মহালয়া ১০ অক্টোবর এবং ষষ্ঠী পড়েছে ১৭ অক্টোবর। সপ্তমী পড়েছে রবিবার ১৮ অক্টোবর। অষ্টমী এবং নবমী পড়েছে ১৯ অক্টোবর। এবং দশমী ২০ অক্টোবর। ২৫ অক্টোবর লক্ষ্মীপুজো। ৮ নভেম্বর হবে দেবী কালীর আরাধনা।
২০২৭:
এই বছর ২৯ সেপ্টেম্বর মহালয়া। ৫ অক্টোবর ষষ্ঠীর হাত ধরে শুরু হবে পুজো। ৬ অক্টোবর সপ্তমী, ৭ অক্টোবর অষ্টমী। নবমী পড়েছে দুদিন, অর্থাৎ ৮ এবং ৯অক্টোবর। এবং দশমী ১০ অক্টোবর। লক্ষ্মীপুজো পড়বে ১৪ অক্টোবর এবং ২৮ অক্টোবর কালীপুজো।
২০২৮:
এই বছর পুজো অনেকটা এগিয়ে পড়বে। ১৮ সেপ্টেম্বর মহালয়া। ২৪ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৫ সেপ্টেম্বর সপ্তমী, ২৬ সেপ্টেম্বর অষ্টমী, ২৭ সেপ্টেম্বর নবমী এবং দশমী ২৮ সেপ্টেম্বর। গান্ধী জয়ন্তীর দিন পড়বে লক্ষ্মীপুজো। কালীপুজো ১৭ অক্টোবর উদ্যাপিত হবে।
২০২৯:
৭ অক্টোবর মহালয়া এবং পুজো শুরু হবে অর্থাৎ ষষ্ঠী ১২ অক্টোবর। ১৬ অক্টোবর পালিত হবে দশমী। ২১ অক্টোবর হবে ধনদেবীর আরাধনা। ৫ নভেম্বর পড়েছে কালীপুজো।
২০৩০:
২ অক্টোবর পড়েছে এই বছরের ষষ্ঠী। আর ৬ অক্টোবর হল দশমী। লক্ষ্মীপুজো পড়েছে ১০ অক্টোবর। এবং কালীপুজো ২৬ অক্টোবর।
তবে আর মন খারাপ কেন? আসছে বছর আবার হবে! দিন গোনা শুরু করে দিন!
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।