জমজমাট ভোটপর্ব। চলছে টানটান উত্তেজনা। কলকাতার আবাসনগুলি থেকে রিতীমতো চিরুনি তল্লাশি করে আমরা বেছে নিয়েছি কলকাতার সেরা ২০টি আবাসনের পুজোকে। এবার তাদের মধ্যেই শুরু ভোটযুদ্ধ। কে এগিয়ে? কে পিছিয়ে? আপনারই ঠিক করে দেবেন। এই কুড়িটি পুজো থেকে ভোটিং এবং জুরি কর্তৃক প্রদেয় নম্বরের উপরে ভিত্তি করে আমরা বেছে নেব কলকাতার সেরা দশটি আবাসনের পুজোকে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ছাড়া আরও সাতটি বিভাগে থাকছে অনন্য সম্মান। সঙ্গে প্রত্যেক বিজেতা পেয়ে যাবেন আকর্ষণীয় ক্যাশ প্রাইজও।
কীভাবে ভোট দেবেন -
- Anandabazar.com/Ananda-utsav এই ওয়েবসাইটে গিয়ে আবাসনের সিংহাসনে ট্যাবটি ক্লিক করুন
- কলকাতার সেরা ২০টি আবাসনের পুজোর হদিশ রয়েছে পেজটিতে
- পছন্দ মতো পুজো বেছে নিন
- এরপর থাম্ব চিহ্নটি প্রেস করে ভোট দিন
- পাশের লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি ভোটিংয়ের পাতায় পৌঁছে যেতে পারবেন - আবাসনের সিংহাসনে
প্রাপ্ত ভোটিং এবং প্রদেয় নম্বরের উপরে ভিত্তি করেই বেছে নেওয়া হবে সেরা তিনটি আবাসনের পুজো। মনে রাখবেন আপনার নিজের আবাসনের পুজোকে জেতাতে পারেন আপনিই। ভোট দিন এবং ভোট দেওয়ান। এখনই লগ ইন করুন আনন্দবাজার আনন্দ উৎসবে।