কার্তিক মাসের পূর্ণিমা তিথি। প্রতি বছর এই দিনেই নতুন করে সেজে ওঠে কাশী। এখানকার ৮৪টি ঘাট সেজে ওঠে লক্ষ লক্ষ প্রদীপে। বারাণসীর ‘দেব দীপাবলি’র দিনে এই ছবি খুবই পরিচিত। প্রতি বছর সাড়ম্বরে বিভিন্ন অনুষ্ঠানের পালিত হয় এই বিশেষ দিনটি। বলা হয়, এই উৎসব দেশ জুড়ে নয়, বরং কেবল কাশীতেই উদ্যাপিত হয়ে থাকে। কিন্তু জানেন কি, কাশীর এই ঐতিহ্যের নির্যাস কিন্তু পেতে পারেন কলকাতাবাসীও।
আরও পড়ুন:
প্রতি বছর বারাণসীর ধাঁচে কলকাতার বাবু ঘাটে অনুষ্ঠিত হয় ‘দেব দীপাবলি’। এই গঙ্গারতি দেখতে ভিড় জমান অগুন্তি দর্শক। কলকাতা পুরসভার উদ্যোগে পালন করা হয় এই অনুষ্ঠান। এ বছরও তার অন্যথা হবে না। চলতি বছর ৫ নভেম্বর ফের সেজে উঠবে বাবুঘাট।
চলতি বছরের দীপাবলি পেরিয়ে গেলেও বাবু ঘাটের দেব দীপাবলি কিন্তু হতাশ করবে না। এটি অনেকের কাছেই পুজো শেষের মন খারাপের ওষুধের মতো। রোশনাইয়ে ভরা এই সন্ধ্যার মনোরম দৃশ্য উপভোগ করতে আপনিও আসছেন তো?
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।