Advertisement
৩০ এপ্রিল ২০২৪
TMC

Bengal Polls: ক্ষমতায় ফিরলে প্রতি পরিবারকে বছরে ৬ হাজার টাকা, ঘোষণা মমতার

কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, দুয়ারের সরকার প্রকল্প চলবে। বছরে ৪ বার করে দুয়ারে সরকার হবে। বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন।

 মমতা বন্দ্য়োপাধ্যায়।

মমতা বন্দ্য়োপাধ্যায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৭:২২
Share: Save:

কালীঘাটের বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১১ মার্চ ইস্তাহার প্রকাশের কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আগের দিন নন্দীগ্রামে আহত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। পিছিয়ে যায় কর্মসূচি। ইস্তাহার প্রকাশে মমতা যা বললেন—

৫:৪৬ মেয়েদের জন্য আরও বেশি স্কুল কলেজ তৈরি হবে।

৫:৪৪ ক্ষমতায় ফিরলে প্রতি পরিবারকে বছরে ন্যূনতম ৬ হাজার টাকা। সাধারণ পরিবারকে মাসে ৫০০ টাকা। তফসিলি পরিবারকে মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে।

৫:৪০ আরও অনেক জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় নিয়ে আসা হবে।

৫:৩৯ কৃষকবন্ধু প্রকল্পে বাড়ছে আর্থিক সাহায্য। এখন ১ কাঠা থেকে ১ একর পর্যন্ত জমিতে কৃষকরা বার্ষিক ১০ হাজার টাকা আর্থিক অনুদান পাবেন।

৫:৩৮ কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, দুয়ারের সরকার প্রকল্প চলবে। বছরে ৪ বার করে দুয়ারে সরকার হবে।

৫:৩৭ শিক্ষার জন্য এই ক্রেডি কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে। কোনও জামিন লাগবে না।

৫:৩৫ স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনা হবে। ১০ লাখ ক্রেডিট লিমিট, ৪ শতাংশ সুদে।

৫:৩৬ খাদ্যসাথী প্রকল্পে নতুন ব্যবস্থা। বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন।

৫:৩৫ মে মাস থেকে বিধবা ভাতা বেড়ে মাসিক ১ হাজার টাকা হবে।

৫:৩৪ ১ কোটি ৭৫ লাখ কর্মদিবস তৈরি করেছি।

৫:৩২ বছরে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা।

৫:৩১ ১০০ দিনের কাজে আমরাই দেশের প্রথম।

৫:৩০ করোনার জন্য ১ বছর কাজ করা যায়নি। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

৫:২৬ তৃণমূল সরকারের কাজ বিশ্বে নজির সৃষ্টি করেছে।

৫: ২৪ ১০ বছরে ১১০ শতাংশ কাজ করেছি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE