বেস্ট মুহূর্ত

ওঁরা মঞ্চে উঠছেন। ওঁরা এগিয়ে যাচ্ছেন যাঁর যাঁর আলোকবৃত্ত সঙ্গে নিয়ে। বছরের বেস্টের মঞ্চ সেই আলোয় ঝলমল করে উঠছে। ওঁরা সম্মানিত হচ্ছেন। ওঁরা সম্মানিত করছেন। বেস্ট সন্ধ্যার অনুষ্ঠানে আলো ঝরানো সেই-সব মুহূর্তের ছবি।

USHA

বছরের বেস্ট মঞ্চে উষা উত্থুপের শিববন্দনা। ‘নবরত্নের’ হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে।

USHA 2

শিববন্দনার পর শিবতাণ্ডব পরিবেশন করেন উষা উত্থুপ এবং তাঁর সহশিল্পীরা।

AVEEK SARKAR

অভীক সরকারের প্রারম্ভিক ভাষণ।

BHARATI MUDI

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রথম মহিলা ডিরেক্টর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর হাত থেকে বছরের বেস্ট পুরস্কার নিলেন মহিলা ফুটবলার তৈরির কারিগর ভারতী মুদি।

BHARATI-JHULAN-SANGHAMITRA

প্রণমি তোমায়। ক্রীড়া প্রশিক্ষক ভারতী মুদির সামনে নতমস্তক ঝুলন গোস্বামী। পাশে আইএসআইয়ের ডিরেক্টর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়।

SREYASHI-RITABRATA

ছবিতেও অঙ্ক থাকে, অঙ্কেও লাগে ছবি! চিত্রশিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায়ের হাত থেকে বছরের বেস্ট পুরস্কার নিচ্ছেন গণিতজ্ঞ ঋতব্রত মুন্সী।

বছরের বেস্ট সন্ধ্যা

  • বেস্ট মুহূর্ত

    সব ছবি
  • তারায় তারায়

    সব ছবি
  • ANINDYA-RITABRATA

    অঙ্ক কি কঠিন? সঞ্চালক অনিন্দ্য জানার সঙ্গে বছরের বেস্ট সন্ধ্যায় গণিতজ্ঞ ঋতব্রত মুন্সী।

    SREYASHI-MALABIKA-RITABRATA

    চিত্রশিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায় এবং শিক্ষাবিদ মালবিকা সরকারের সঙ্গে বছরের বেস্ট গণিতজ্ঞ ঋতব্রত মুন্সী।

    ANINDYA-PAOLI

    বেস্ট মঞ্চ সামলেছেন এই দুই জনা। পাওলি দাম এবং অনিন্দ্য জানা।

    SUMAN-ABHINANDAN

    সুমন মুখোপাধ্যায়ের হাত থেকে বছরের বেস্ট পুরস্কার নিলেন চিত্রপরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়।

    ABHINANDAN-SUMAN-ABIR

    সুমনে আবীরে অভিনন্দন! বছরের বেস্ট সম্মান-স্মারক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন পরিচালক সুমন মুখোপাধ্যায় এবং অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।

    JOGEN-PARESH

    অনুজকে অগ্রজের সম্মান! যোগেন চৌধুরীর হাত থেকে বছরের বেস্ট পুরস্কার নিলেন চিত্রশিল্পী পরেশ মাইতি।

    JOGEN-PARESH-SHIPRA

    চিত্রশিল্পী যোগেন চৌধুরীর হাত থেকে বছরের বেস্ট পুরস্কার নিয়ে আপ্লুত পরেশ মাইতি। পাশে ইআইআইএলএম, কলকাতার ট্রাস্টি শিপ্রা বন্দ্যোপাধ্যায়।

    PAOLI DAM

    মঞ্চে আসুন... ডাকছেন পাওলি দাম।

    PARESH-JOGEN

    আনন্দ-আলিঙ্গনে আবদ্ধ দুই শিল্পী! বিরল মুহূর্ত তৈরি হল বছরের বেস্ট মঞ্চে।

    KOEL-SUBHASISH 2

    ফুটবলার শুভাশিস বসুর হাতে বছরের বেস্ট স্মারক তুলে দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

    KOEL-SUBHASISH-ANUSHTUP

    ফুটবলে-ক্রিকেটে মুগ্ধ কোয়েল! বছরের বেস্ট মঞ্চে ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারের হাত থেকে পুরস্কার নিচ্ছেন ফুটবলার শুভাশিস বসু। পাশে অভিনেত্রী কোয়েল মল্লিক।

    RUDRANGSU-TITHI

    পুরস্কার হাতে সাহিত্যিক তিথি ভট্টাচার্য।

    RUDRANGSU-TITHI 2

    অশোক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ রুদ্রাংশু মুখোপাধ্যায়ের হাতে সম্মানিত বছরের বেস্ট সাহিত্যিক তিথি ভট্টাচার্য।

    ANUPAM-TOTA-SHANKAR

    বছরের বেস্ট সন্ধ্যায় অনুপম রায় এবং টোটা রায়চৌধুরীর হাতে সম্মানিত বিজ্ঞানী আনন্দ শঙ্কর বন্দ্যোপাধ্যায়।

    ANANDA SHANKAR BANERJEE 2

    আনন্দময়! বছরের বেস্ট সন্ধ্যায় পুরস্কার হাতে বিজ্ঞানী আনন্দ শঙ্কর বন্দ্যোপাধ্যায়।

    ANINDYA JANA

    কার নাম ঘোষণা করছেন অনিন্দ্য?

    TILOTTAMA SOM 2

    কলকাতার রুশ কনসাল জেনারেল ম্যাক্সিম কজ়লভ বছরের বেস্ট পুরস্কার তুলে দিলেন অভিনেত্রী তিলোত্তমা সোমের হাতে।

    TILOTTAMA-JAYA

    পর্দার মেঘনা এবং পর্দার পদ্মের যুগলবন্দি বছরের বেস্ট মঞ্চে! তিলোত্তমা সোমের হাতে বছরের বেস্টের স্মারকলিপি তুলে দিলেন জয়া আহসান। পাশে ম্যাক্সিম।

    USHA-SANGEETA

    উষা উত্থুপ টিপ পরিয়ে দিচ্ছেন রেশম শিল্পীর ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বড়ুয়ার কপালে।

    SANJIV GOENKA-AVEEK SARKAR

    শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কার হাতে বছরের বেস্ট পুরস্কার তুলে দিলেন অভীক সরকার।

    SANJIV-AVEEK 2

    বছরের বেস্ট সম্মান হাতে সঞ্জীব গোয়েন্‌কা। পাশে অভীক সরকার।

    ANINDYA-PAOLI-SANJIV-AVEEK

    হাস্যময় চতুষ্টয়। অনিন্দ্য জানা কি দুষ্টু প্রশ্ন করছেন? পাওলি দাম, সঞ্জীব গোয়েন্কা, অভীক সরকারের হাসির কারণ জানতে ভিডিয়ো দেখতে হবে।

    আমাদের পার্টনার্স

    Presented by

    ১৯৯৫ সালে শুরু। দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে ম্যানেজমেন্ট শিক্ষাজগতে প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে ইআইআইএলএম-কলকাতা। তাদেরই নতুন প্রতিষ্ঠান ইআইআইএলএম-কলকাতা সেন্টার ফর লিডারশিপ অ্যান্ড এথিক্‌স। দৈনিক পাঠ্যক্রম হোক বা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শুরুর থেকেই বাস্তব চাহিদা অনুযায়ী দেশ-বিদেশের বিভিন্ন সংস্থায় শিক্ষার্থীদের কেরিয়ার সুনিশ্চিত করে এই প্রতিষ্ঠান।

    Powered by

    চার দশকেরও বেশি সময় ধরে দেশের নির্মাণ শিল্পে অগ্রণী ভূমিকা পালন করছে মার্লিন গ্রুপ। ইট-কাঠ পাথরের চার দেওয়ালের বেষ্টনী পেরিয়ে মার্লিন বরাবর গুরুত্ব দিয়েছে উন্নত জীবনযাত্রার দিকে। তাদের হাত ধরেই বহু পরিবার খুঁজে পেয়েছে তাদের স্বপ্নের বাসস্থান। সময়ের সঙ্গে সেই পরিসর বেড়েছে। সংস্থা পা রেখেছে কলকাতার বাইরেও।

    Co - Powered by

    ভরসা এবং দক্ষতার আর এক নাম পিসি চন্দ্র জুয়েলার্স। দীর্ঘ ৮৫ বছরেরও বেশি সময় ধরে এই সংস্থা জায়গা করে নিয়েছে বাংলার মনে। নিখুঁত কারিগরি এবং ঐতিহ্যের মিশেলে জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে অমূল্য করে তোলে পিসি চন্দ্র জুয়েলার্স।

    Co - Powered by

    নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, যা এআইসিটিই এবং ম্যাকাউট অনুমোদিত, এনবিএ স্বীকৃত এবং এনএএসি দ্বারা মূল্যায়িত। এই প্রতিষ্ঠান থেকে পাশ করে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন জায়গায় বর্তমানে সুপ্রতিষ্ঠিত। যা আসলে প্রতিষ্ঠানের উচ্চমানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণেরই প্রতিফলন।

    Associate Partner

    ১৯৫৮ সালে শুরু। রেশমের সূক্ষ্ম স্পর্শ, নিখুঁত বুনন আর নকশার আভিজাত্য—এই নিয়েই গড়ে উঠেছে ‘পশ্চিমবঙ্গ রেশম শিল্পী’। সংস্থার প্রতিটি শাড়ি বা পোশাকে মিশে রয়েছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও রুচির পরিচয়। যেখানে শাড়ির সুতোর বুননে রেশম মেলে ধরে তার রাজসিক রূপ।

    Outdoor Partner

    আউটডোর হোর্ডিং বা বিজ্ঞাপনের জগতে ‘সম্পর্ক অ্যাডভার্টাইজ়িং’ কলকাতার অন্যতম সেরা এজেন্সি। সেই কারণেই কোনও বিজ্ঞাপনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, শহরের ব্র্যান্ডগুলির ভরসার জায়গা এই সংস্থা।