চল+চিত্র

মূল অনুষ্ঠান প্রায় দেড়ঘণ্টার। কিন্তু তার আগে-পরে, ভিতরে-বাইরে বছরের বেস্ট সন্ধ্যা নানা রঙে, নানা বর্ণে ধরা দিল ক্যামেরার লেন্সে। চলমান ছবির মিছিল। সব ভিডিয়ো একসঙ্গে, এক পাতায়।

বছরের বেস্ট সন্ধ্যা

  • বেস্ট মুহূর্ত

    সব ছবি
  • তারায় তারায়

    সব ছবি
  • আমাদের পার্টনার্স

    Presented by

    ১৯৯৫ সালে শুরু। দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে ম্যানেজমেন্ট শিক্ষাজগতে প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে ইআইআইএলএম-কলকাতা। তাদেরই নতুন প্রতিষ্ঠান ইআইআইএলএম-কলকাতা সেন্টার ফর লিডারশিপ অ্যান্ড এথিক্‌স। দৈনিক পাঠ্যক্রম হোক বা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শুরুর থেকেই বাস্তব চাহিদা অনুযায়ী দেশ-বিদেশের বিভিন্ন সংস্থায় শিক্ষার্থীদের কেরিয়ার সুনিশ্চিত করে এই প্রতিষ্ঠান।

    Powered by

    চার দশকেরও বেশি সময় ধরে দেশের নির্মাণ শিল্পে অগ্রণী ভূমিকা পালন করছে মার্লিন গ্রুপ। ইট-কাঠ পাথরের চার দেওয়ালের বেষ্টনী পেরিয়ে মার্লিন বরাবর গুরুত্ব দিয়েছে উন্নত জীবনযাত্রার দিকে। তাদের হাত ধরেই বহু পরিবার খুঁজে পেয়েছে তাদের স্বপ্নের বাসস্থান। সময়ের সঙ্গে সেই পরিসর বেড়েছে। সংস্থা পা রেখেছে কলকাতার বাইরেও।

    Co - Powered by

    ভরসা এবং দক্ষতার আর এক নাম পিসি চন্দ্র জুয়েলার্স। দীর্ঘ ৮৫ বছরেরও বেশি সময় ধরে এই সংস্থা জায়গা করে নিয়েছে বাংলার মনে। নিখুঁত কারিগরি এবং ঐতিহ্যের মিশেলে জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে অমূল্য করে তোলে পিসি চন্দ্র জুয়েলার্স।

    Co - Powered by

    নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, যা এআইসিটিই এবং ম্যাকাউট অনুমোদিত, এনবিএ স্বীকৃত এবং এনএএসি দ্বারা মূল্যায়িত। এই প্রতিষ্ঠান থেকে পাশ করে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন জায়গায় বর্তমানে সুপ্রতিষ্ঠিত। যা আসলে প্রতিষ্ঠানের উচ্চমানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণেরই প্রতিফলন।

    Associate Partner

    ১৯৫৮ সালে শুরু। রেশমের সূক্ষ্ম স্পর্শ, নিখুঁত বুনন আর নকশার আভিজাত্য—এই নিয়েই গড়ে উঠেছে ‘পশ্চিমবঙ্গ রেশম শিল্পী’। সংস্থার প্রতিটি শাড়ি বা পোশাকে মিশে রয়েছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও রুচির পরিচয়। যেখানে শাড়ির সুতোর বুননে রেশম মেলে ধরে তার রাজসিক রূপ।

    Outdoor Partner

    আউটডোর হোর্ডিং বা বিজ্ঞাপনের জগতে ‘সম্পর্ক অ্যাডভার্টাইজ়িং’ কলকাতার অন্যতম সেরা এজেন্সি। সেই কারণেই কোনও বিজ্ঞাপনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, শহরের ব্র্যান্ডগুলির ভরসার জায়গা এই সংস্থা।