Advertisement
১৭ মে ২০২৪
Heena sidhu

পঞ্চায়েত নির্বাচন, সঙ্গে মহাভারত থেকে কেকেআর

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ১৮:৩৭
Share: Save:

জোর ধাক্কা খেল রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েও মঙ্গলবার সকালে তা কমিশন বাতিল করে দিয়েছিল। কমিশনের সেই নির্দেশকে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ জানায় বিজেপি। সেই আবেদনের প্রেক্ষিতে কমিশনের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্ট। হিংসার কারণে যাঁরা মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের মনোনয়ন জমা নেওয়ার ব্যবস্থা কমিশনকে করতে হবে। জানিয়ে দিল আদালত।

এ দিকে মহাভারতের মতো মহাকাব্য নিয়ে আদৌ আর আমির খান কাজ করবেন কি না তা নিয়ে জোরদার জল্পনা তৈরি হয়েছে। তবে কি আর কৃষ্ণরূপী আমিরকে দেখা যাবে না পর্দায়? প্রশ্ন আছে, কিন্তু জবাব এখনই মিলছে না।

কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ওঠার এক দিনের মধ্যেই ধোনির চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই কলকাতা নাইট রাইডার্সের। আজ, মঙ্গলবার চেন্নাইয়ের ঘরের মাঠে নামতে হচ্ছে দীনেশ কার্তিকদের। যেটা আবার নাইট অধিনায়কেরও নিজের শহর।

সারাদিনে আর কী কী ঘটল দেখে নিন:

• হাইকোর্টে জোর ধাক্কা, সময়সীমা নিয়ে কমিশনের নির্দেশ স্থগিত

রাজ্য নির্বাচন কমিশনের প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু বিভিন্ন জেলায় শাসক আশ্রিত দুষ্কৃতীরা যে ভাবে বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছে, তার প্রতিকার চেয়ে বিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে প্রতিকারের নির্দেশ দেয়।সবিস্তার পড়তে ক্লিক করুন

• মহাভারত থেকে পিছিয়ে আসছেন আমির খান?

এগিয়েছিলেন অনেকটাই। শোনা যাচ্ছে, ঠিক ততটাই নাকি পিছিয়ে এসেছেন আমির খান। মহাভারতের মতো মহাকাব্য নিয়ে আদৌ আর তিনি কাজ করবেন কি না তা নিয়ে জোরদার জল্পনা তৈরি হয়েছে। তবে কি আর কৃষ্ণরূপী আমিরকে দেখা যাবে না পর্দায়? প্রশ্ন আছে, কিন্তু জবাব এখনই মিলছে না। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ধোনির দুর্গে দুরন্ত ঘূর্ণিই জয়ের মন্ত্র

সোমবার দুপুরে চেন্নাই উড়ে গেলেন কার্তিকরা। তার আগে অবশ্য দু’টো ভাল খবর নির্ঘাত পেয়ে গিয়েছেন তাঁরা। এক, হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য পুরো আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন কেদার যাদব। যিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চোট নিয়ে নেমে দলকে জিতিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই চোটই ছিটকে দিল তাঁকে। দুই, ফ্যাফ ডুপ্লেসি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। মঙ্গলবার তাঁরও খেলার সম্ভাবনা কম।সবিস্তার পড়তে ক্লিক করুন

• সশস্ত্র বাইক মিছিল দাপিয়ে বেড়াল বোলপুরে, পুলিশের দেখাই নেই

মনোনয়ন জমা হোক বা না হোক, অস্ত্রের দাপট কমছে না। বীরভূমে মঙ্গলবারও ত্রাসের আবহ বিরোধী শিবিরে। বোলপুরের রাস্তায় দাপিয়ে বেড়াল বিশাল সশস্ত্র বাইক মিছিল। বিনা বাধায় সে বাহিনী ঢুকে পড়ল মহকুমা শাসকের দফতর চত্বরে। পুলিশ বা নিরাপত্তা বাহিনীর দেখাই মেলেনি সে মিছিলের ধারেকাছে। সবিস্তার পড়তে ক্লিক করুন​

ট্রিগার ফিঙ্গারে প্রবল ব্যথা নিয়েই রুপোর পর সোনা হিনার

ভারতের ঝুলিতে আরও একটি সোনা। এ বার সেটি এল হিনা সিধুর হাত ধরে। মহিলাদের ২৫ মিটার পিস্তলে গোল্ড কোস্টের মাটিতে গোল্ড জিতে নিলেন ভারতের এই মেয়ে। যার সঙ্গে ভারতের সোনা তালিকা পৌঁছে গেল ১১তে। সবিস্তার পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE