Advertisement
০৭ মে ২০২৪
Lifestyle Section

করোনা থেকে বাঁচতে নেলপালিশ থেকেও সাবধান হোন

নেলপালিশে নানা ধরনের রাসায়নিক থাকে। সেগুলিতেও নানা ধরনের জীবাণু আটকে থাকার সম্ভাবনা যথেষ্ট। থাকতে পারে করোনাভাইরাসও, বলছেন বিশেষজ্ঞরা।

ভাল ভাবে ধুয়ে ফেলুন নেলপালিশও। ছবি শাটারস্টকের সৌজন্যে।

ভাল ভাবে ধুয়ে ফেলুন নেলপালিশও। ছবি শাটারস্টকের সৌজন্যে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ১৫:৪৯
Share: Save:

অনেকেই নেলপালিশ ছাড়া বাড়ি থেকে বেরতে পারেন না। কেউ কেউ আবার হাতের আঙুলগুলির সঙ্গে সঙ্গে নেলপালিশ করেন পায়ের আঙুলেও। নেলপালিশ তো বটেই, কাছেপিঠে গেলেও অনেকে খুব চড়া মেকআপ করতে ভালবাসেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের হাত থেকে বাড়ির লোকজনকে বাঁচাতে এ বার এই সব ব্যাপারেও আমাদের খুব সতর্ক হতে হবে। না হলে নিজের তো বটেই, বিপদ বাড়বে বাড়ির লোকজনেরও।

বিশেষজ্ঞ চিকিৎসক সুমিত সেনগুপ্ত বলছেন, ‘‘নেলপালিশে নানা ধরনের রাসায়নিক থাকে। সেগুলিতেও নানা ধরনের জীবাণু আটকে থাকার সম্ভাবনা যথেষ্ট। থাকতে পারে করোনাভাইরাসও। তাই নেলপালিশ এখন না করে বাইরে বেরলেই সবচেয়ে ভাল হয়। তবে বেরতে যদি হয়ই, তা হলে বাইরে থেকে এসে দু’টি হাত সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে খুব ভাল ভাবে ধুয়ে নেওয়ার পাশাপাশি নেলপালিশ করা নখগুলিকেও খুব ভাল ভাবে ধুয়ে ফেলতে হবে।’’

বিশেষজ্ঞদের বক্তব্য, নোভেল করোনাভাইরাস বিভিন্ন ধরনের নেলপালিশ ও প্রসাধনীগুলির সঙ্গেও বাড়িতে ঢুকে পড়তে পারে। তাই হাত ধুয়ে ফেলার ফেলার পরেও নেলপালিশ করা নখগুলি যদি ভাল ভাবে না ধুয়ে ফেলা হয়, তা হলে সংক্রমণের প্রবল আশঙ্কা থেকেই যায়।

বিশেষজ্ঞদের বক্তব্য, নোভেল করোনাভাইরাস বিভিন্ন ধরনের নেলপালিশ ও প্রসাধনীগুলির সঙ্গেও বাড়িতে ঢুকে পড়তে পারে। তাই হাত ধুয়ে ফেলার ফেলার পরেও নেলপালিশ করা নখগুলি যদি ভাল ভাবে না ধুয়ে ফেলা হয়, তা হলে সংক্রমণের প্রবল আশঙ্কা থেকেই যায়।

আরও পড়ুন: করোনায় কাশ্মীরে প্রথম মৃত্যু, শ্রীনগরের হাসপাতালে মৃত ৬৫ বছরের বৃদ্ধ​

আরও পড়ুন: নেই বিদেশ সফরের ইতিহাস, রাজ্যে মিলল নতুন করোনা-আক্রান্তের খোঁজ​

মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাসের কথায়, ‘‘আমাদের বদভ্যাস, দাঁতে কিছু আটকালেই আমার টুথ পিক দিয়ে তা বের করার চেষ্টা না করে নখ দিয়ে সেটা বের করতে যাই। আর সেই নখে যদি নেলপালিশ লাগানো থাকে, তা হলে তো আর কথাই নেই! করোনাভাইরাসের মতো যে কোনও জীবাণুই তখন সরাসরি মুখে চলে যাবে। সেখান থেকে চলে যাবে গলায়। ছড়িয়ে পড়বে গোটা শরীরে।’’

এর ফলে, বাইরে থেকে বাড়িতে ফিরে কেউ খুব ভাল ভাবে হাত ধোওয়ার পরেও করোনায় সংক্রামিত হতে পারেন। আবার সেই হাত দিয়েই রান্নাবান্না বা বাড়ির লোকজনদের খাবার পরিবেশন করতে গিয়ে তাঁদেরও সংক্রমণের বিপদের মুখে ঠেলে দিতে পারেন।

বিশেষজ্ঞ চিকিৎসক সুমিত সেনগুপ্ত জানাচ্ছেন, একই ভাবে মুখের মেকআপ থেকেও হতে পারে সংক্রমণ। কারণ, মেকআপেও থাকে নানা ধরনের রাসায়নিক। তাই বাড়িতে ফিরেই হাত ধোওয়ার সঙ্গে সঙ্গে ঘষে ঘষে সেই মেকআপও তুলে ফেলতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE