Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Coronavirus

নেই বিদেশ সফরের ইতিহাস, রাজ্যে মিলল নতুন করোনা-আক্রান্তের খোঁজ

জানা গিয়েছে, তাঁর বিদেশ যাওয়ার কোনও ইতিহাস নেই। তবে সম্প্রতি তিনি মেদিনীপুরে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন।

খোঁজ মিলল আরও এক আক্রান্তের। ছবি: সংগৃহীত।

খোঁজ মিলল আরও এক আক্রান্তের। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ০৮:৪৯
Share: Save:

রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হলেন আরও এক জন। ওই প্রৌঢ় কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, গত ২৩ মার্চ ওই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তার লালারসের নমুনা সংগ্রহ করে বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়েছিল। বুধবার রাতে রিপোর্ট আসে। দেখা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তাঁকে আপাতত ওই হাসপাতালেরই আইসিসিইউতে রাখা হয়েছে।

জানা গিয়েছে, তাঁর বিদেশ যাওয়ার কোনও ইতিহাস নেই। তবে সম্প্রতি তিনি মেদিনীপুরে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে কোনও ভাবে তিনি আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ চিকিত্সকদের।

আরও পড়ুন: খাদ্যের জোগানই চ্যালেঞ্জ কেন্দ্রের

ওই বিয়েবাড়িতে নিমন্ত্রিতদের মধ্যে বিদেশ থেকে কেউ এসেছিলেন কি না, তা জানার চেষ্টা চলছে। ওই প্রৌঢ় আর কোথায় কোথায় গিয়েছিলেন, কাদের সংস্পর্শে এসেছিলেন তার তালিকা তৈরি করছে স্বাস্থ্য দফতর। তালিকা পেলে তাঁদের সকলকেই গৃহ-পর্যবেক্ষণে রাখা হবে।

আক্রান্তের পরিবারের সকলকেই গৃহ-পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদেরও লালারসের নমুনা পরীক্ষা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE