Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Lifestyle News

আর্থ ডে অ্যানিমেশন ডুডলে দিয়েই সচেতনতার বার্তা দিল গুগল

এক দিকে উষ্ণায়ন, নগরায়ন, প্রাকৃতিক দুর্যোগ, অন্য দিকে সন্ত্রাসবাদ, হামলা। পৃথিবীর বুকে ক্রমশই ঘনিয়ে আসছে একের পর এক বিপদ। এই বিশ্বের সুরক্ষার দায়িত্ব আমাদেরই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ১৩:৫০
Share: Save:

এক দিকে উষ্ণায়ন, নগরায়ন, প্রাকৃতিক দুর্যোগ, অন্য দিকে সন্ত্রাসবাদ, হামলা। পৃথিবীর বুকে ক্রমশই ঘনিয়ে আসছে একের পর এক বিপদ। এই বিশ্বের সুরক্ষার দায়িত্ব আমাদেরই। সচেতনতা গড়ে তুলতে তাই প্রতি বছরের মতো এ বছরও ২২ এপ্রিল পালিত হচ্ছে ‘আর্থ ডে’। ১৯৭০ সাল থেকে শুরু করে এখন বিশ্বের মোট ১৯৩টি দেশে আর্থ ডে উদযাপন করে আর্থ ডে নেটওয়ার্ক। আর এই বছরের আর্থ ডে-র থিম এনভায়র্নমেন্টাল অ্যান্ড ক্লাইমেট লিটারেসি (পরিবেশ ও জলবায়ু শিক্ষা)। আর সেই থিম মাথায় রেখেই গুগলও নিয়ে এসেছে তাদের অসাধারণ অ্যানিমেশন ডুডল।

মোট ১২টি স্লাইডের অ্যানিমেশন ডুডলে দেখা যাচ্ছে, একটি শেয়াল ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে পৃথিবী ক্রমশই দূষিত হয়ে উঠছে। জলবায়ুর পরিবর্তন, উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পরদিন থেকেই জীবনযাপনে ছোট ছোট বদল আনতে শুরু করে শেয়াল। আর সেখান থেকেই দুঃস্বপ্নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে সক্ষম হয়। প্রতি দিন একটু একটু করে ঘনিয়ে আসা বিপদ থেকে বিশ্বকে রক্ষা করতে পারে আমাদের সচেতনতা। নিজেদের জীবনযাত্রায় বদল এনে পৃথিবীকে বিপদের হাত থেকে রক্ষা করার বার্তাই ডুডলের মাধ্যমে দিয়েছে গুগল। কারণ, পৃথিবী একটাই।

ডুডলে রয়েছে বিড়াল, রয়েছে গুগল ওয়েদার্স-এর প্রিয় ব্যাঙও। এদের দু’জনের সাহায্যেই পরিবেশকে রক্ষা করেছে শেয়াল। কী ভাবে বিদ্যুত্ খরচ বাঁচিয়ে, বাসের বদলে বাই সাইকেল ব্যবহার করে, হাওয়ার টারবাইন, সোলার প্যানেল ব্যবহারের সাহায্যে পৃথিবীকে দূষণমুক্ত রাখতে পারি, সেই বার্তাই ডুডলের এক একটি স্লাইডে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: এ বার হোয়াটসঅ্যাপে ফোন নম্বর ‘পরিবর্তন’ করা যাবে!

তাই আর্থ ডে কিন্তু শুধুই উদযাপনের জন্য নয়। সংকল্পের, দায়িত্ব নেওয়ার ও পরিবর্তনেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Google Doodle Earth Day Google
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE