Advertisement
৩০ এপ্রিল ২০২৪
IPL 2024

ইডেনে শতরান করে দলকে জেতানো, দু’ফুট উঁচুতে লাফ দেওয়ার ছবি পোস্ট বাটলারের

শারীরিক ভাবে ক্লান্ত হয়ে গেলেও মানসিক ভাবে লড়াই করছিলেন জস বাটলার। সেই লড়াই জিতেই মাঠ ছাড়েন তিনি। পরে সমাজমাধ্যমে পোস্ট করেন জয়ের উচ্ছ্বাসের ছবি।

jos buttler

জয়ের পর জস বাটলার এবং আবেশ খান। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ১৪:০৫
Share: Save:

ইডেনে রাজস্থান রয়্যালসের হয়ে শতরান করেন জস বাটলার। দলকে জেতান শেষ বলে। গরমে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু মাঠ ছাড়েননি। শারীরিক ভাবে ক্লান্ত হয়ে গেলেও মানসিক ভাবে লড়াই করছিলেন। সেই লড়াই জিতেই মাঠ ছাড়েন বাটলার। পরে সমাজমাধ্যমে পোস্ট করেন জয়ের উচ্ছ্বাসের ছবি।

প্রথমে ব্যাট করে সুনীল নারাইনের শতরানে ভর করে ২২৩ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। সেই রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভারে রাজস্থান করে ১২৮ রান। বাটলার এক দিকে থাকলেও ৬ উইকেট পড়ে গিয়েছিল তাদের। ৬ ওভারে ৯৬ রান প্রয়োজন ছিল জিততে। সেটাই করে দেখান বাটলার। ৬০ বলে ১০৭ রান করেন তিনি। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক সেই জয়ের পর দু’টি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে মাটি থেকে প্রায় দু’ফুট উঁচুতে লাফ দিয়েছেন তিনি। অন্য ছবিটিতে দেখা যাচ্ছে হেলমেট এবং ব্যাট ছুড়ে ফেলছেন বাটলার। সেই সঙ্গে তিনি লিখেছেন, “স্বপ্ন দেখতে সাহস লাগে।”

বাটলার সাহসটা দেখিয়েছিলেন। তাই স্বপ্নটা সত্যি করতে পেরেছিলেন। বাটলার ১০৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ছাড়া বাকি ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি রান করেন রিয়ান পরাগ। তিনি করেন ৩৪ রান। রভমেন পাওয়েল ১৩ বলে ২৬ রান করেন। কিন্তু শেষ পর্যন্ত বাটলার ম্যাচ জেতান আবেশ খানকে সঙ্গে নিয়ে। তিনি যদিও একটিও বল খেলেননি।

IPL Points Table

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2024 Rajasthan Royals Kolkata Knight Riders
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE