Advertisement
১৭ মে ২০২৪

কালিম্পং মহকুমা নিয়েই নতুন জেলার উদ্যোগ

বর্তমান কালিম্পং মহকুমা তথা কালিম্পং বিধানসভা ক্ষেত্র নিয়েই পৃথক জেলা চালু হবে। সোমবার কালিম্পঙের ডেলোতে রাজ্যের মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠকের পর এ কথা জানিয়েছেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০১:৩০
Share: Save:

বর্তমান কালিম্পং মহকুমা তথা কালিম্পং বিধানসভা ক্ষেত্র নিয়েই পৃথক জেলা চালু হবে। সোমবার কালিম্পঙের ডেলোতে রাজ্যের মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠকের পর এ কথা জানিয়েছেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। পরবর্তী সময়ে জেলার এলাকা প্রয়োজন মতো বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান জেলাশাসক। সেই মতো একটি মহকুমা এবং একটি ব্লক নিয়েই জেলা চালু হচ্ছে।

পূর্ত দফতরের সচিবও এ দিন বৈঠকে ছিলেন। জেলাশাসক বলেন, ‘‘দ্রুত কালিম্পং পৃথক জেলা হিসেবে কাজ শুরু করবে। তার প্রস্তুতি দেখতে এসেছিলেন মুখ্য সচিব, পূর্ত সচিবেরা। প্রশাসনিক ভবন কোথায় হবে, কী কী পদে লোক লাগবে খতিয়ে দেখেন তাঁরা।’’ এক মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার প্রশাসনিক অফিস আপাতত কোথায় চালু হবে সে ব্যাপারে পরিকল্পনা করা হয়েছে। পরবর্তী সময়ের স্থায়ী প্রশাসনিক ভবনের জায়গাও ঠিক করা হচ্ছে। মুখ্য সচিব এ দিন তা ঘুরে দেখেন। জেলা গঠন হলে কালিম্পঙের মধ্যে আরও কিছু এলাকাকে অন্তর্ভুক্ত করার জন্য এর আগে প্রশাসনিক বৈঠকে রাজনৈতিক দলগুলি বিভিন্ন দাবি তোলে। জেলাশাসক জানান, দাবিগুলির একাংশ যুক্তিযুক্ত। তবে বিধানসভা ক্ষেত্রের সীমানা পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমোদন প্রয়োজন। তিনি বলেন, ‘‘মুখ্য সচিব জানিয়েছেন যে হেতু দ্রুত জেলা গঠন করতে হবে সে জন্য বর্তমানে কালিম্পং বিধানসভা ক্ষেত্র নিয়েই জেলাটি গঠন করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalimpong New district
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE