Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ এপ্রিল ২০২৪ ই-পেপার

বাঙালি নিজের পদসেবা করতে পারেন বাড়িতেই

আপনি সহজলভ্য উপায়ে নিতে পারেন আপনার পায়ের যত্ন, করতে পারেন পেডিকিওর।

শ্রুবা ভট্টাচার্য
কলকাতা ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪৮

আমাদের শরীরের প্রতিটি অঙ্গের মধ্যে সব থেকে বেশি চাপ পড়ে পায়ের উপর। তাই পায়ের যত্ন নেওয়া বেশি প্রয়োজনীয়। গোটা শরীরের ভার বহন করার পর সামান্য বিশ্রাম তো আমাদের পায়েরও প্রয়োজন। কিন্তু করোনার উপস্থিতি এখনও বহাল। পার্লারে যাওয়া কি ঠিক হবে? নিজের ঘরেই আপনি সহজলভ্য উপায়ে নিতে পারেন আপনার পায়ের যত্ন, করতে পারেন পেডিকিওর। জেনে নিন কী কী প্রয়োজন এবং কী ভাবে নেবেন যত্ন। দরকারি জিনিসের প্রতিটাই পেয়ে যাবেন শহরের দোকানে। কিংবা অনলাইনেও কিনে নিতে পারেন এগুলি।

উপকরণ –

১. ক্লিনজার

Advertisement

২. স্ক্রাবার

৩. ময়েশ্চারাইজার

৪. কিউটিকল তেল

৫. কিউটিকল পুশার

৬. নেল ক্লিপার্স

৭. আপনার প্রিয় নেলপালিশ

৮. নেলপালিশ কোট

৯. নেলপালিশ রিমুভার



পদ্ধতি –

১. পায়ের নখের মধ্যে সামান্য নেলপালিশ লেগে থাকলে সেটি নেলপালিশ রিমুভার দিয়ে উঠিয়ে দিতে হবে।

২. এ বার একটি পাত্রে বাচ্চাদের শ্যাম্পু মেশানো উষ্ণ জলে ভাল করে পা ডুবিয়ে রাখুন।

৩. এ বার নিজের পছন্দসই আকারে নখগুলো কেটে নিন নেল ক্লিপার্স দিয়ে।

৪. একটি ফুট ক্লিনজার দিয়ে ভাল করে পা ধুয়ে নিন। এবং স্ক্রাবার দিয়ে পায়ের তলার ত্বককে ভাল করে ঘষে নিন। এতে পায়ের তলা পরিষ্কার হবে ও মৃত ত্বক বে্রিয়ে যাবে।

৫. কিউটিকলগুলোর যত্ন নিতে কিউটিকল তেল ও কিউটিকল পুশার দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন।

৬. এর পর নখে আপনার প্রিয় রঙের নেলপালিশটি লাগিয়ে দিন। তার উপর দিয়ে দিন নেলপালিশ কোট।

এ ভাবেই অতি সহজে বাড়িতে বসে আপনি পেডিকিওর করতে পারেন।

Advertisement