Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১১ মে ২০২৪ ই-পেপার

ডুয়ার্সের ডাকে এ বার উত্তরবঙ্গে

কলকাতা থেকে একটি ট্রেন ধরে সরাসরি মালবাজারে নেমে যান। সেখান থেকে গাড়ি নিয়ে গোটা ডুয়ার্স ঘোরা আপনার হাতের পাঁচ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৩ মার্চ ২০২১ ১২:২৭

পাহাড়, নদী, জঙ্গল– সব মিলিয়ে 'প্রকৃতি' বলতে যা বোঝায়, তার সব থেকে লাগসই উদাহরণ ডুয়ার্স। চারদিকে শুধু বন–নদী –পাহাড় আর নানা গাছের সমারোহ শান্তিকে হাতের মুঠোয় তুলে দেয়।

আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গরুমারা অভয়ারণ্য ঘুরে আসা যাক এক ঝটিকা সফরের মধ্য দিয়ে। ২-৩ দিনের সফরও আপনার মনকে ভারমুক্ত করে তুলবে।

Advertisement



কলকাতা থেকে একটি ট্রেন ধরে সরাসরি মালবাজারে নেমে যান। সেখান থেকে গাড়ি নিয়ে গোটা ডুয়ার্স ঘোরা আপনার হাতের পাঁচ। শুধু ঘোরা আর ঘোরা। কাঞ্চনকন্যায় উঠে পড়ুন, সরাসরি আপনাকে নিউ মাল স্টেশনে নামিয়ে দেবে। এ ছাড়াও অনেক ট্রেনই নিউ মাল পর্যন্ত চলাচল করে থাকে।



ভাগ্যে থাকলে পেয়ে যাবেন গণ্ডার, হাতি, বাইসন থেকে হরিণের দেখা। দেখা পেলে আপনার এই সফর সার্থক। গরুমারার একশৃঙ্গ গন্ডার দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছুটে আসেন এখানে। জলদাপাড়ায় চিতা, হাতি, হরিণের টানও কম নয়।

পর্যটন কেন্দ্র হওয়ায় লজের অভাব তো নেই, এ ছাড়াও রয়েছে বাংলো। যেখানে খাওয়া-দাওয়ারও কোনও সমস্যা নেই।

Advertisement