Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০২ এপ্রিল ২০২৩ ই-পেপার

বাঙালি জীবনে দক্ষিণী স্বাদ পেতে এ বার আসুন মহীশূরের বুকে 

হাওড়া ষ্টেশন থেকে হাওড়া-মহীশূর এক্সপ্রেস আপনাকে সোজা পাঠিয়ে দেবে গন্তব্যে ।

নিজস্ব প্রতিবেদন
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫৫

মহীশূর প্যালেস

বাঙালির বেড়ানোর তালিকায় কর্নাটকের মহীশূর সাধারণত পছন্দের খুব উপর দিকে থাকে না। অথচ চামুণ্ডি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহরের আকর্ষণ কম নয়। একদা বিজয়নগর রাজ্যের সামন্তশক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেও মহীশূর পরবর্তী সময়ে নিজ মহিমায় ভাস্বর হয়ে ওঠে। প্রাচীন সৌধ ও স্থাপত্যের এই শহরে দ্রষ্টব্যের অভাব নেই।

জেনে নিন, কোথায় কোথায় ঘুরবেন –

১. মহীশূর রাজবাড়ি – শহরের প্রধান আকর্ষণ মহীশূর রাজবাড়ি। রাতের বেলায় এই রাজবাড়ির রূপ বদলে দেয় এর আলোকিত রূপসজ্জা।

Advertisement

২. বৃন্দাবন বাগান – কাবেরী নদীর বাঁধ সংলগ্ন এই বাগানের পরিধি বিরাট। বিকেল হতেই আলো ও ফোয়ারায় সেজে ওঠে এই বাগান।

৩. শ্রী চামরাজেন্দ্র চিড়িয়াখানা – 'মহীশূর চিড়িয়াখানা' নামেই বেশি পরিচিত এই চিড়িয়াখানা আপনার কাছ থেকে একটা গোটা দিন নিয়ে পারে, এতে এত কিছু দেখার রয়েছে।

৪. শ্রী চামুণ্ডেশ্বরী মন্দির – এই বিখ্যাত মন্দিরটি দর্শন না হলে হয়তো মহীশূর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যেতে পারে।

এ ছাড়াও আপনি শুক বন, কিষ্কিন্ধ্যা মুলিকা বনসাই বাগান, কারঞ্জি হ্রদ, চামুণ্ডি পাহাড় দেখে ঘুরে আসতে পারেন।

কী ভাবে যাবেন –

হাওড়া থেকে হাওড়া-মহীশূর এক্সপ্রেস আপনাকে সোজা গন্তব্যে পাঠিয়ে দেবে। এ ছাড়াও আপনি হাওড়া থেকে ছাড়া যে কোনও ট্রেন যা বেঙ্গালুরুতে যায়, তাতে উঠে বেঙ্গালুরু থেকে একটি গাড়ি ভাড়া করে মহীশূর চলে যেতে পারেন।

কোথায় থাকবেন –

মহীশূরের মতো পর্যটন কেন্দ্রে থাকার জায়গার কোনও অভাব নেই। আপনি আগে থেকে মোবাইল অ্যাপে আপনার মনমতো ঘর পছন্দসই জায়গায় বুক করে রাখতে পারেন।

Advertisement