Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৩ ডিসেম্বর ২০২৪ ই-পেপার

দুরন্ত জীবনযাত্রা থেকে মুক্তি পেতে 'হিরা বন্দর'-এ

মোহনার কাছে এই পুরনো গন্তব্য আজও কলকাতাবাসীর পছন্দের।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৩ মার্চ ২০২১ ১৭:১৩

কলকাতার যানযট আর একঘেয়ে জীবনযাত্রা থেকে হাঁপ ছেড়ে বাঁচতে এক দিনের জন্য যদি কোথাও যেতে হয়, তবে ডায়মন্ড হারবার মন্দ নয়। মোহনার কাছে এই পুরনো গন্তব্য আজও কলকাতাবাসীর পছন্দের।

কী ভাবে যাবেন –

কলকাতা থেকে প্রায় মাত্র ২ ঘন্টার দূরত্বের মধ্যে ডায়মন্ড হারবার। আপনি চাইলে একটি গাড়ি ভাড়া করেও যেতে পারেন। অথবা ডায়মন্ড হারবার লোকালে উঠে সরাসরি গন্তব্যে পৌঁছে যেতে পারেন সহজেই।

Advertisement



কোথায় থাকবেন –

আপনি চাইলে দিনে দিনেও ঘুরে আসতে পারেন অথবা সেখানে গিয়ে একটি রাত কাটিয়ে ফিরতে পারেন কলকাতার বুকে। প্রচুর রিসর্ট রয়েছে এখানে। সপরিবারে এক রাত কাটিয়ে মেজাজ ফুরফুরে করে ঘুরে আসুন হিরা বন্দর থেকে। রিসর্টগুলোতে খাওয়াদাওয়ার সুব্যবস্থাও রয়েছে। তাই সে নিয়ে আপনার কোনও সমস্যা হবে না।

কোথায় ঘুরবেন –

১. নদীর পার – এ এক অতুলনীয় শান্তিময় পরিবেশ। ডায়মন্ডের প্রাণ এই গঙ্গা নদীর পার। ঢেউ এসে আছড়ে পড়ে তটে। আপনাকে সমুদ্র ভ্রমণের কথা মনে করিয়ে দেবে।

২. মা ভবানী পিকনিক বাগান – ডায়মন্ড হারবারের অন্যতম ঘোরার জায়গা এই পিকনিক গার্ডেন।

Advertisement