Sandipta Sen Interview

“১৮ বছর আগে ‘দুর্গা’র তারিখেই সম্প্রচার ‘সম্পূর্ণা’র”, পুজোর আগে কি বৃত্ত সম্পূর্ণ হল সন্দীপ্তার?

কখনও ঠিকানা চণ্ডীগড়, কখনও মুম্বই। তাঁর ফাঁকেই কলকাতায় ঝটিকা সফরে এসেছিলেন সন্দীপ্তা সেন। ফের শহর ছাড়ার মুখেই অভিনেত্রীকে ফোনে ধরল আনন্দবাজার ডট কম।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪২
Share:

প্রতীকী চিত্র

পুজোর আগে ভাগে বেশ ব্যস্ততা। কখনও ঠিকানা চণ্ডীগড়, কখনও মুম্বই। তাঁর ফাঁকেই কলকাতায় ঝটিকা সফরে এসেছিলেন সন্দীপ্তা সেন। ফের শহর ছাড়ার মুখেই অভিনেত্রীকে ফোনে ধরল আনন্দবাজার ডট কম।

Advertisement

অভিনেত্রীর এই ‘ঘরে-বাইরে’ করার অন্যতম কারণ হল তাঁর হিন্দি ধারাবাহিক। এই মুহুর্তে ‘সম্পূর্ণা’র শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। সন্দীপ্তা জানান, “প্রচণ্ড হুটোপাটির মধ্যে দিয়েই চলছে সময়টা। কী যে হচ্ছে, নিজেই বুঝতে পারছি না। এখন তো চণ্ডীগড় থেকে যাওয়া-আসা চলছে। আবার কখনও মুম্বই যেতে হচ্ছে। এক দিকে শ্যুটিংয়ের চাপ, অন্য দিকে এই যাত্রা- সবমিলিয়ে পরিশ্রম তো হচ্ছেই।”

পুজোর মাসেই নিজের শহরে নেই অভিনেত্রী। তবুও ব্যস্ততাটিকে কতটা উপভোগ করছেন তিনি? নায়িকার কথায়, “নিজের শহর থেকে দূরে থাকলে মন তো খারাপ থাকেই। কলকাতার অনেক কাজের প্রস্তাব ফিরিয়ে দিতে হচ্ছে। কিন্তু যে কাজটা এখন করছি, তার জন্য মানুষের এত ভালবাসা পেয়ে আমি আপ্লুত।”

Advertisement

এক সময়ে একের পর এক ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন সন্দীপ্তা। বর্তমানে সিনেমা-সিরিজ়ের জগতে তাঁর স্বচ্ছন্দ বিচরণ থাকলেও দর্শক এখনও মনে রেখেছেন তাঁকে ‘দুর্গা’র চরিত্রে। মজার বিষয় হল, ১৭ বছর আগে এই ধারাবাহিকটি যে তারিখে প্রথম সম্প্রচারিত হয়েছিল, সেই তারিখেই অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হয়েছে সন্দীপ্তার হিন্দি ধারাবাহিক ‘সম্পূর্ণা’র। একটা কি বৃত্ত সম্পূর্ণ হল বলছেন? অভিনেত্রীর সহজ জবাব, “এমনটাই মনে হচ্ছে। তারিখটাও এক আর অদ্ভুত ভাবে দু'টি ধারাবাহিকই একই চ্যানেলের অধীনে। 'দুর্গা' স্টার জলসার, আর 'সম্পূর্ণা' স্টার প্লাসের। এ যেন এক মহাজাগতিক সংযোগ!”

পুজোর সময়তেও কি শহরের বাইরে কাটাবেন অভিনেত্রী? তিনি বলেন, “পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী থাকব কলকাতায়। এক দিন পুজো পরিক্রমা রয়েছে। সেই ফাঁকে অনেকগুলি ঠাকুর দেখা হয়ে যাবে। বাকি দুই দিন অবশ্যই সৌম্য (মুখোপাধ্যায়) ও পরিবারের সঙ্গে কাটাব। কিছু বন্ধুদের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে।”

টিভির পর্দায়ে দুর্গা হিসেবে ধরা দিয়েছেন সন্দীপ্তা। অভিনেত্রী নিজে কী চাইবেন দেবীর থেকে? উত্তরে মজা করে বলেন, “আমি তো বলবই না…” একপ্রস্থ হেসে নায়িকার সংযোজন, “অবশ্যই চাইব আমার পরিবারের সবাই সুস্থ থাকুক। সবাইকে নিয়ে যেন ভাল থাকি। আর সারা বছর কাজ থাকুক হাতে। ব্যস, এইটুকুই…”

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement