পুজোর আগে ঝলমলে হয়ে উঠতে কে না চায়! ত্বকে জেল্লা ফেরাতে তাই অনেকেই শিট মাস্ক ব্যবহার করেন। কারণ, এটি ব্যবহার করা সহজ এবং দ্রুত ফলও পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল, কোন ধরনের ত্বকে কেমন শিট মাস্ক ব্যবহার করবেন, কত দিন ধরে ব্যবহার করবেন, আর কী ভাবেই বা তা থেকে সেরা ফল পাবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর রইল এখানে।
পুজোর আগে ত্বকের যত্নে শিট মাস্ক: পুজোর আনন্দে মেতে ওঠার আগে ত্বক সুন্দর করে তুলুন! শিট মাস্কের নিয়মিত ব্যবহার আপনার ত্বককে আর্দ্রতা জোগাবে, উজ্জ্বলতা বাড়াবে। উৎসব সাজে আপনি হয়ে উঠবেন আরও ঝলমলে।
শিট মাস্ক কী এবং কেন ব্যবহার করবেন: শিট মাস্ক হল একটি পাতলা কাপড় বা ফাইবার শিট। যা সিরাম বা এসেন্সে ভেজানো থাকে। এই মাস্ক ত্বকে পুষ্টি জোগায় এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। দ্রুত ত্বক সতেজ করতে এটি ম্যাজিকের মতো কাজ করে!
শুষ্ক ত্বকের জন্য শিট মাস্ক: শুষ্ক ত্বকে আর্দ্রতার অভাব থাকে। এই ধরনের ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন বা ক্যামেলিয়া তেল যুক্ত শিট মাস্ক ব্যবহার করুন। এটি ত্বককে গভীর ভাবে ময়শ্চারাইজ করবে এবং রুক্ষতা দূর করবে।
তৈলাক্ত ত্বকের জন্য শিট মাস্ক: তৈলাক্ত ত্বকে চাই এমন মাস্ক, যা অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করবে। টি ট্রি, গ্রিন টি বা চারকোল যুক্ত শিট মাস্ক এ ক্ষেত্রে খুব কার্যকর। এই উপাদানগুলি ত্বক পরিষ্কার রাখবে এবং ব্রণর সমস্যা কমাবে।
সংবেদনশীল ত্বকের জন্য শিট মাস্ক: সংবেদনশীল ত্বকে খুব সহজেই জ্বালাপোড়া বা লালচে ভাব দেখা যায়। এই ধরনের ত্বকের জন্য অ্যালোভেরা, ক্যামোমিল বা সেন্টেল্লা এশিয়াটিকাযুক্ত শিট মাস্ক সেরা। এটি ত্বককে আরাম দেয়।
ত্বকে উজ্জ্বলতা আনতে শিট মাস্ক: যদি আপনার মূল উদ্দেশ্য হয় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, তবে ভিটামিন সি, নিয়ামাইড বা ল্যাকটিক অ্যাসিডযুক্ত শিট মাস্ক ব্যবহার করুন। এগুলি ত্বকের কালো দাগ হালকা করে এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
শিট মাস্ক ব্যবহারের সঠিক পদ্ধতি: প্রথমে মুখ ভাল ভাবে ক্লেনজ়ার দিয়ে পরিষ্কার করুন। এর পরে টোনার ব্যবহার করুন। শিট মাস্কটি সাবধানে প্যাকেজ থেকে বার করে মুখে বসান। মিনিট ১৫-২০ রেখে মাস্ক সরিয়ে নিন, তবে মুখ ধোবেন না। ত্বকে লেগে থাকা সিরাম আলতো করে ম্যাসাজ করে মিশিয়ে দিন।
কত দিন ব্যবহার করবেন: পুজোর আগে সেরা ফল পেতে সপ্তাহে ২-৩ দিন করে শিট মাস্ক ব্যবহার করতে পারেন। যদি আপনার ত্বকে কোনও নির্দিষ্ট সমস্যা থাকে, তবে সেই অনুযায়ী মাস্ক ব্যবহার করুন।
শিট মাস্ক ব্যবহারে লাভ: দ্রুত ত্বকে আর্দ্রতা জোগায়। ত্বকের শুষ্ক ভাব দূর করে। মুখ সতেজ ও উজ্জ্বল করে তোলে। সহজেই ব্যবহার করা যায় এবং কোনও ঝামেলা নেই। পার্লারে যাওয়ার প্রয়োজন হয় না। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।