পুজোর আগেই বৃষ্টি ট্রেলার দেখিয়ে দিল। আগামীতেও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। কিন্তু তাই বলে কি বছরের এই চারটে দিন ঘরে বসে থাকলে চলে! বৃষ্টি হলেও কী ভাবে, কোন কোন জিনিস মাথায় রেখে ঠাকুর দেখতে যেতে পারবেন চলুন জেনে নেওয়া যাক।
বর্তমান সময় বেশ কয়েক দিন আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। সেই অনুযায়ী পরিকল্পনা সাজান।
নিম্নচাপ সত্যিই যদি তৈরি হয় আশঙ্কাকে বাস্তবে পরিণত করে তবে পুজোর দিনগুলিতে ঠাকুর দেখতে বেরোনোর সময় অবশ্যই সঙ্গে ছাতা রাখবেন। রাখতে পারেন পকেট রেনকোট বা এমনই রেনকোট।
এমন জুতো পরে ঠাকুর দেখতে বেরোন যাতে জল জমলেও অসুবিধা না হয়। আজকালকার ট্রেন্ডিং ক্রক্স বা প্লাস্টিকের জুতো এই সময়ের জন্য উপযুক্ত। চামড়ার জুতো এড়িয়ে যাওয়াই ভাল।
ব্যাগে প্লাস্টিক রাখুন যাতে আচমকা বৃষ্টি এলে ব্যাগ, পার্স/ওয়ালেট বা ফোন তাতে ঢুকিয়ে নিরাপদে রাখতে পারবেন।
ঠাকুর দেখতে বেরোনোর আগে খোঁজ নিন যে দিকে যাবেন ঠিক করেছেন সে দিকে কোথাও জল জমে আছে কিনা, বা রাস্তার কী অবস্থা। সেই অনুযায়ী পরিকল্পনা সাজান। যদি কোথাও জল জমে থাকে তা হলে সেই দিকে না গিয়ে বরং অন্য কোনও দিকে যান ঠাকুর দেখতে।
অতিরিক্ত বৃষ্টি হলে ঠাকুর দেখার পরিকল্পনা বাতিল করে কোথাও বা কারও বাড়ি বসে আড্ডা দেওয়ার পরিকল্পনা করতে পারেন। কিংবা সিনেমাও দেখতে যেতে পারেন।
ঠান্ডা যাতে না লাগে সেই দিকে নজর দিন। বৃষ্টি ভেজা এড়িয়ে চলুন। অল্প বৃষ্টি হলেও দ্রুত কোনও ছাউনির নিচে আশ্রয় নিন, ঢুকে পড়ুন মণ্ডপে।
ত্বকের যত্ন নিন। বৃষ্টির জমা জল পায়ে লাগলে ভাল করে পা পরিষ্কার করুন বাড়ি ফিরেই।
এই সামান্য জিনিসগুলির দিকে নজর দিলেই বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে উপভোগ করা যাবে পুজোর আনন্দ। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)