অপেক্ষা আর মাত্র এক দিনের। রবির সন্ধ্যায় ফের কার্নিভালের আমেজে সেজে উঠতে চলেছে রেড রোড।
পুলিশি নিরাপত্তার পাশাপাশি শহরের বেশ কিছু রাস্তায় বন্ধ-ও হয়ে যাবে গাড়ি চলাচল।
দুপুর থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় থাকবে পুলিশের যান নিয়ন্ত্রণ।
সেগুলি কী কী? কার্নিভাল দেখতে আসার আগে জেনে নিন সবটাই।
এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, লাভার্স লেন, নিউ রোড এবং রেড রোডে বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে পণ্যবাহী গাড়ি চলাচল।
দুপুর ২টো থেকে খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে যত ক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে। এ ক্ষেত্রে বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করা যাবে।
শুধু মাত্র ছাড় রয়েছে কার্নিভালে যে গাড়িগুলি অংশ নিয়েছে, তাদের জন্য।
দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং-মেয়ো রোডেও বন্ধ থাকবে গাড়ির চলাচল। বন্ধ থাকবে কুইনসওয়ে, প্লাসি গেট রোড, এসপ্ল্যানেড র্যাম্প।
তবে বেলা ১২টা থেকে গাড়ি পার্ক করা যাবে চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আরএন মুখার্জি রোডে।
হেঁটে কার্নিভাল দেখতে আসতে চাইলে এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, মেয়ো রোড অথবা আরআর অ্যাভিনিউ ভরসা। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।) (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)