প্রতীকী চিত্র।
পুজোর মরশুমে দিঘা বেড়াতে যাবেন? তা হলে আপনার জন্য একটি বিশেষ সুখবর রয়েছে। দিঘায় পৌঁছনোর পরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে অথবা আশপাশে ঘোরার জন্য গাড়ি ভাড়া করার ক্ষেত্রে আর ঝক্কি পোহাতে হবে না। কারণ, মূলত পর্যটকদের যাতায়াত আরও সহজ করতেই দিঘায় 'যাত্রী সাথী' অ্যাপ চালু করে দিল রাজ্য সরকার।
পুজোর মরশুমে দিঘা ভ্রমণে যাত্রী সাথী অ্যাপের সুবিধা:
পুজোর ছুটিতে দিঘায় পর্যটকদের ভিড় বরাবরই বেশি থাকে। এই সময়ে যাতায়াতের জন্য যানবাহন খুঁজে বার করা এবং অতিরিক্ত ভাড়া নিয়ে ঝামেলা পোহানো এক সাধারণ সমস্যা। 'যাত্রী সাথী' অ্যাপ এই সমস্যাগুলির সমাধান করতে পারে বলেই মনে করছে প্রশাসন। কারণ -
সহজ বুকিং ও সময় সাশ্রয়: এই অ্যাপটির মাধ্যমে পর্যটকেরা দিঘার যে কোনও স্থান থেকে সহজেই নিজেদের প্রয়োজন মতো গাড়ি বুক করতে পারবেন। ফলে যানবাহনের খোঁজে সময় নষ্ট হবে না এবং ভ্রমণের সময় বাঁচবে।
স্বচ্ছ ভাড়া: 'যাত্রী সাথী' সরকারি অ্যাপ হওয়ায় এখানে সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয়। তাই পুজোর সময়ে অতিরিক্ত ভাড়া নিয়ে গাড়িচালকদের সঙ্গে দর কষাকষি করার ঝামেলা থাকবে না। এতে পর্যটকদের খরচ যেমন নিয়ন্ত্রণে থাকবে, তেমনি তাঁরা প্রতারণার শিকার হওয়া থেকেও বাঁচবেন।
নিরাপদ যাতায়াত: এই অ্যাপে নথিভুক্ত সমস্ত গাড়ির চালক এবং গাড়ির তথ্য যাচাই করা থাকে। এতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়। বিশেষত রাতে বা অপরিচিত জায়গায় যাতায়াতের সময়ে এটি বড় ভরসা জোগায়।
বিভিন্ন ধরনের গাড়ি: অ্যাপটিতে বিভিন্ন ধরনের গাড়ি, যেমন– ট্যাক্সি, ছোট চারচাকা গাড়ি এবং অটো বুক করার সুবিধা রয়েছে। পর্যটকেরা তাঁদের বাজেট এবং দলের সদস্য সংখ্যা অনুযায়ী নিজেদের পছন্দমতো যানবাহন বেছে নিতে পারবেন। পাশাপাশি, এই অ্যাপে সরকারি বাস সংক্রান্ত সমস্ত তথ্যও পাওয়া যাবে।
যাতায়াত সহজ হবে: দিঘার বিভিন্ন দর্শনীয় স্থান যেমন ওল্ড দিঘা, নিউ দিঘা, এমনকী উদয়পুর, মন্দারমণি বা তাজপুর যাওয়ার জন্যও আর রাস্তায় গাড়ি খুঁজতে হবে না। এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই গাড়ি বুক করে সব জায়গায় যাতায়াত করা যাবে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।