আগামী দু’বছরের মধ্যে ১৬ হাজার কর্মীকে ছাঁটাই করবে নেসলে। -- প্রতীকী ছবি।
দীপাবলির মুখে নেসলে সংস্থায় হাহাকার! ১৬ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে সুইৎজ়ারল্যান্ড এই বহুজাতিক খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা। সম্প্রতি নেসলের চিফ এক্জ়িকিউটিভ অফিসার বা সিইওর দায়িত্ব নেন ফিলিপ নাভ্রাতিল। দ্রুত সংস্থার পুনরুত্থান প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তারই অঙ্গ হিসাবে ১৬ হাজার কর্মী কাজ হারাতে চলেছেন বলে একরকম স্পষ্ট করেছেন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর কর্মী সংখ্যা হ্রাস করার ব্যাপারে মুখ খোলেন নেসলে সিইও নাভ্রাতিল। তিনি বলেন, ‘‘বিশ্ব বদলে যাচ্ছে। ফলে আমাদেরও দ্রুত পরিবর্তিত হওয়ার প্রয়োজন রয়েছে। আর তাই কর্মী সংখ্যা কমানোর মতো কঠিন সিদ্ধান্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’’ আগামী দু’বছরের মধ্যে এই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সূত্র মারফত মিলেছে খবর।
নেসলে জানিয়েছে, এ বার মোট কর্মশক্তির ছ’শতাংশ কমিয়ে ফেলবে তারা। সেই লক্ষ্যে বিশ্বব্যাপী কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করছে এই সুইস বহুজাতিক খাদ্যপ্রক্রিয়াকরণ সংস্থা। প্রথম পর্যায়ে উৎপাদন এবং সরবরাহ শৃঙ্খল থেকে চার হাজার জনকে দরজা দেখাবে সংস্থা। দ্বিতীয় ধাপে চাকরি খোয়াবেন ১২ হাজার জন, যাঁরা ‘সাদা কলার’-এর কর্মী হিসাবে সংশ্লিষ্ট সংস্থায় দায়িত্ব পালন করছেন।
বহুজাতিক খাদ্যপ্রক্রিয়াকরণ সংস্থাটির দাবি, ছাঁটাইয়ের জেরে তাদের সাশ্রয় হবে ১০০ কোটি সুইস ফ্রাঁ। গত ন’মাসে ১.৯ শতাংশ নিম্নমুখী হয়েছে নেসলের পণ্য বিক্রির সূচক। ফলে সেখান থেকে প্রাপ্ত অর্থের পরিমাণে নেমে এসেছে ৬৫৯ কোটি সুইস ফ্রাঁয়ে। মার্কিন মুদ্রায় যেটা প্রায় ৮,৩০০ ডলার।
সুইস সংস্থাটির যে শাখা ভারতে ব্যবসা করে তার নাম নেসলে ইন্ডিয়া। এ দিন চলতি আর্থিক বছরের (২০২৫-’২৬) বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) ফলাফল ঘোষণা করে তারা। সেই রিপোর্ট অনুযায়ী, দ্রুত গতির ভোগ্যপণ্য সংস্থাটির স্বতন্ত্র নিট মুনাফা কমেছে ২৩.৬ শতাংশ। ফলে বছর থেকে বছরের হিসাবে সেটা ৭৫৩.২ কোটিতে নেমে এসেছে। যেটা লগ্নিকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
এ বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নেসলে ইন্ডিয়ার রাজস্ব বৃদ্ধি পেয়েছে ১০.৬ শতাংশ। ফলে সেটা ৫,৬৪৩.৬ কোটিতে পৌঁছে গিয়েছে। এ দিন প্রায় সাড়ে চার শতাংশ ঊর্ধ্বমুখী হয় সংস্থার স্টক। বর্তমানে এর শেয়ারের দাম ১,২৭৬ টাকায় ঘোরাফেরা করছে। গত ছ’মাসে এতে সাত শতাংশের বেশি বৃদ্ধি লক্ষ করা গিয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)