আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
বেসরকারি সংস্থার আর্থিক অনুদানে গবেষণাধর্মী কাজ হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। বুধবার প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তেমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। সেই প্রকল্পে নির্ধারিত মেয়াদের গবেষক নিয়োগ করা হবে। এর জন্য শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে বেসরকারি সংস্থার এরিকসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। গবেষণা প্রকল্পের নাম ‘আরএল বেসড বিমফর্মিং ফর জেসিএএস সেফ ক্যাসুয়াল অ্যান্ড ভেরিফায়েবেল’।
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রকল্পে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার নিরিখে নিযুক্তদের সাম্মানিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।
আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৮ বছর। পাশাপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিতে বিটেক-এ ন্যূনতম ৭০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, গেট (গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং)-এও থাকতে হবে যথাযথ নম্বর। যোগ্যতার অন্য মানদণ্ডগুলি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৩ অগস্ট আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত ভাবে জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।