BU MTech Admission 2025

গেট দেননি অথচ এমটেক পড়ার ইচ্ছে? সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক পড়া যাবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ না হলেও ভর্তি হতে পারবেন আগ্রহীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৬:০০
Share:

বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

মাস্টার অফ টেকনোলজি (এমটেক)-তে ভর্তির জন্য শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমটেক পড়া যাবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ না হলেও ভর্তি হতে পারবেন আগ্রহীরা। ২০২৫-২০২৭ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা (ফিজ়িক্স) বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ রেডিয়ো ফিজ়িক্স/ ইলেক্ট্রনিক্স-এ ফিজ়িক্স অথবা ইলেক্ট্রনিক্স বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। যদি গেট উত্তীর্ণ থাকে তা হলে অগ্রাধিকার মিলবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৬ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। পাশাপাশি আবেদনমূল্য ৪৫০ টাকা জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement