CU CBCS results 2025

সিবিসিএস পদ্ধতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসসি ফলপ্রকাশ, বৃদ্ধি পেল পাশের হার

পরীক্ষা শেষের ২৯ দিনের মাথায় প্রকাশিত হল ষষ্ঠ সেমিস্টারের ফল। দু’টি বিভাগ মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫ হাজার ৪৪৩।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২৩:২৭
Share:

ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয় ষষ্ঠ সেমিস্টারের ফল প্রকাশিত হল বৃহস্পতিবার। এ বছরই চয়েস বেস সিস্টেমে (সিবিসিএস) তিন বছরের শেষ অনার্স ব্যাচ। জাতীয় ২০২০ ও রাজ্য শিক্ষানীতি অনুযায়ী এ বার থেকে অনার্স কোর্স হয়ে যাচ্ছে চার বছরের।

Advertisement

ব্যাচেলার অফ আর্টস (বি.এ) ও ব্যাচেলর অফ সায়েন্স (বি.এসসি) অনার্সে গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে পাশের হার।

পরীক্ষা শেষের ২৯ দিনের মাথায় প্রকাশিত হল ষষ্ঠ সেমিস্টারের ফল। দু'টি বিভাগ মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫ হাজার ৪৪৩।

Advertisement

বি.এ অনার্স পরীক্ষায় পাশের হার ৭৭.৪৯ শতাংশ। গত বছর যেখানে পাশের হাত ছিল ৫২.৬০ শতাংশ। বি.এসসি অনার্সে পাশের হার ৮০.৯১%। গত বছর যেখানে পাশের হাত ছিল ৫৪.০৮ শতাংশ।

পাশের হার বৃদ্ধি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, "পুরনো পদ্ধতিতে এটা শেষ বছর। এখানে অকৃতকার্য হলে নতুন ও পুরনোর মধ্যে অসুবিধা সম্মুখীন হতে পারতেন ছাত্র-ছাত্রীরা। এ ছাড়াও অভ্যন্তরীণ এবং টিউটোরিয়াল পরীক্ষাগুলি বিশ্ববিদ্যালয় অনেক আগে করিয়েছি। যাতে লিখিত পরীক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা বেশি সময় পায়। তারও কিছুটা ফল পাওয়া গেছে।"

আগে কলকাতা বিশ্ববিদ্যালয় ফল বের হতে বেশ খানিকটা সময় লাগত এমন অভিযোগ ছিল ছাত্র-ছাত্রীদের। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের ব্যাখ্যা, যাঁরা নিরীক্ষক আছেন তারা অনেক সময় খাতা দেখতে চাইতেন না। তার ফলে নতুন করে নিরীক্ষক খোঁজার জন্য অনেকটা সময় যেত। বিশ্ববিদ্যালয় সমস্ত বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধির ফলে এই সমস্যার অনেকটাই সমাধান করা গিয়েছে। তার ফলে দ্রুত ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে।

শুধু অনার্স নয় স্নাতকের জেনারেল পরীক্ষার ফলও গতবারের তুলনায় ভাল হয়েছে। বি.এতে পরীক্ষা দিয়েছিলেন ২৩ হাজার ৯০০ জন ছাত্রছাত্রী। তাঁর মধ্যে শতাংশের নিরিখে পাশের হার ৫৬.১৩। গত বছর পাশের হার ছিল ২.২৯ শতাংশ। একই ভাবে বিএসসি জেনারেলে পরীক্ষা দিয়েছিলেন ৮ হাজার ৯৩২ জন ছাত্রছাত্রী। তার মধ্যে শতাংশের নিরিখে পাশের হার ৮৫.৪৮। গত বছর পাশের হার ছিল ৪১.৫২ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement