আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।
অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট-এ (আইএসআই)। শুক্রবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তেমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। প্রতিষ্ঠানের গবেষণাধর্মী কাজের জন্য কর্মী প্রয়োজন। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড অপারেশন্স রিসার্চ বিভাগে গবেষণা প্রকল্পের কাজ সম্পন্ন হবে। হেলথকেয়ার সাপ্লাই চেন-এর ক্ষেত্রে মেশিন লার্নিংয়ের প্রয়োগ এবং হেলথকেয়ার সাপ্লাই চেন-এর ক্ষেত্রে ডেটা ড্রিভেন অপ্টিমাইজ়েশন-এর ব্যবহার নিয়ে গবেষণার কাজ হবে।
প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। নিযুক্তের কাজের মেয়াদ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হতে পারে। এর পর তহবিল এবং নিযুক্ত ব্যক্তির কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক দু’বছর পর্যন্ত করা হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তকে সাম্মানিক বাবদ মাসে ৫৮,০০০ টাকা ছাড়াও বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।
প্রকল্পটিতে আবেদনের জন্য প্রার্থীদের ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং/ অপারেশন্স রিসার্চ/ অপারেশন্স ম্যানেজমেন্ট-এ পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
ইচ্ছুক প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৪ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে ওই পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।